শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

আর্জেন্টিনার শত্রু ম্যারাডোনা!

ক্রীড়া ডেস্ক

আর্জেন্টিনার শত্রু ম্যারাডোনা!

২০১৮ বিশ্বকাপে খেলাটা আর্জেন্টিনার অনিশ্চিত হয়ে পড়েছে। চিলির বিপক্ষে জয় পাওয়ায় সমর্থকরা আশা করছিল আর্জেন্টিনা এখন সামনের দিকে এগিয়ে যাবে। মেসির সাসপেন্ডের ঘটনায় তারা এখন চোখে শর্ষে ফুল দেখছে। দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাইপর্বে শীর্ষে থাকা চার দল সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। কিন্তু পঞ্চম দলকে খেলতে হবে প্লে অফ ম্যাচে। আর্জেন্টিনা যদি পঞ্চম স্থানে থেকে বাছাইপর্ব শেষ করতে পারে তাহলে প্লে অফ ম্যাচ খেলতে হবে ওশেনিয়া অঞ্চলের শীর্ষ দল নিউজিল্যান্ডের বিপক্ষে। আর্জেন্টিনা যতই খারাপ খেলুক নিউজিল্যান্ডের কাছে হারার মতো দল নয়। অর্থাৎ বিশ্বকাপে যাওয়ার সব রকম সুযোগ আছে এদগার্দো বাউসারের দলের। মেসি নিষিদ্ধ হওয়ার পর সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের যে সংকটাপন্ন অবস্থা তাতে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে থাকতে পারবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। ভেনেজুয়েলা ও বলিভিয়ার সম্ভাবনা না থাকলেও পেরু বা ইকুয়েডরও পাঁচে উঠে আসতে পারে। মেসিবিহীন আর্জেন্টিনা এখন পুরোপুরি ছন্দহীন। উরুগুয়েতো বটেই ভেনেজুয়েলা ও পেরুর কাছেও হারের শঙ্কাটা উড়িয়ে দেওয়া যায় না। মেসি থাকলে নির্ভারভাবে এগিয়ে যেতে পারত বলে ফুটবল বিশ্লেষকদের ধারণা। মেসির শাস্তি নিয়েও বিশ্ব ফুটবল জুড়ে চলছে বিতর্ক। রেফারির সঙ্গে অশোভন আচরণ করা নিঃসন্দেহে অপরাধ। কিন্তু চার ম্যাচ বহিষ্কারটা অনেকের কাছে অবাক লাগছে। গুঞ্জন উঠেছে বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বাদ দিতে ফিফা পরিকল্পনা মাফিক মেসিকে গুরুত্বপূর্ণ সময়ে চার ম্যাচ বহিষ্কার করেছে। বিভিন্ন ওয়েবসাইটে এ ধরনের সংবাদ প্রকাশ হওয়ার পরই ফিফা নড়েচড়ে বসেছে। ফিফা কারও শত্রু নয় যে পরিকল্পনা করে কোনো কাজ করবে। মেসি যে শাস্তি পেয়েছে তা শতভাগ সঠিক। কেননা যত বড় তারকা হোক না কেন কেউ রেফারির দেশ ও পরিবার নিয়ে অশ্লীল মন্তব্য করতে পারেন না। ফিফা যে ব্যাখ্যা দিক না কেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তা মানছে না। মেসির শাস্তি কমাতে তারা আপিল করবে। ফিফা তা গ্রহণ করবে কিনা সেটা দেখার বিষয়। আর্জেন্টিনার মিডিয়াগুলোতে আরও উঠে পড়ে লেগেছে। তারা সন্দেহ করছে মেসির এই শাস্তির পেছনে ম্যারাডোনার ইন্ধন রয়েছেন। তিনি এখন ফিফার দূত হিসেবে কাজ করছেন। সুতরাং ম্যারাডোনাও এই পরামর্শ দিতে পারেন। আর্জেন্টিনার বেশ কিছু অনলাইনে ম্যারাডোনাকে ভিলেন বলে তিরস্কার করেছে। তারা বলছে আমরা তার কাছে কৃতজ্ঞ, ১৯৮৬ সালে তিনি আমাদের বিশ্বকাপ উপহার দিয়েছেন। কিন্তু তিনি যদি মেসির শাস্তির পেছনে ফিফাকে সহযোগিতা করে থাকেন অবশ্যই দেশের শত্রু হিসেবে বিবেচিত হবেন।

সর্বশেষ খবর