শনিবার, ১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

আই পি এল মুস্তাফিজকে নিয়ে ধূম্রজাল

ক্রীড়া প্রতিবেদক

আই পি এল মুস্তাফিজকে নিয়ে ধূম্রজাল

প্রথম দুই ওয়ানডেতে স্বরূপে দেখা যায়নি মুস্তাফিজুর রহমানকে। যদিও দুই ম্যাচে উইকেট পেয়েছেন ৪টি। তারপরও সেই ধার ছিল না বোলিংয়ে। আজ সিরিজ নির্ধারণী ম্যাচে তাই জ্বলে উঠতে হবে মুস্তাফিজকে। কাটার মাস্টারের ভাবনাজুড়েও আজকের ম্যাচ। কিন্তু সিংহলীজ স্পোর্টস গ্রাউন্ডে অনুশীলনে গতকাল সাংবাদিকরা ছেঁকে ধরেন ফিজকে আইপিএল নিয়ে জানতে। সবার জিজ্ঞাস্য আইপিএলে খেলবেন কি না? স্টার ক্রিকেটে সংবাদ প্রকাশিত হয়েছে, ফর্মে নেই বলে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তাকে আইপিএলে খেলতে নিষেধ করেছেন। অথচ মুস্তাফিজ সেটা অস্বীকার করেছেন। তিনি সানরাইজার্স হায়দরাবাদের পক্ষে আইপিএলে খেলবেন বলেই জানিয়েছেন। বিসিবি পরিচালক আকরাম খান অবশ্য জানিয়েছেন, আগামী ৪-৫ দিনের মধ্যে মুস্তাফিজের আইপিএল খেলার বিষয়ে সিদ্ধান্ত নিবে বিসিবি।

আইপিএল শুরু হচ্ছে ৫ এপ্রিল। বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদের পক্ষে খেলার কথা মুস্তাফিজের। গত আসরে তিনি ১৬ ম্যাচে উইকেট নিয়েছিলেন ১৭টি। এরপর কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে কাঁধে ব্যথা পান এবং পরবর্তীতে অস্ত্রোপচার করা হয়। সুস্থ হতে মুস্তাফিজকে প্রায় ৬ মাস মাঠের বাইরে থাকতে হয়েছে। নিউজিল্যান্ড সফর দিয়ে ফিরলেও পুরোপুরি তাকে পাওয়া গেছে শ্রীলঙ্কা সফরে। চেষ্টা করছেন নিজেকে মেলে ধরতে। আজ কলম্বোর সিংহলীজ স্পোর্টস গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। ডাম্বুলায় তামিম ইকবালের সেঞ্চুরির ম্যাচে ৯০ রানে জিতে সিরিজে এগিয়ে রয়েছে টাইগাররা। দ্বিতীয়টি ভেস্তে যায় বৃষ্টিতে। ফলে আজকের ম্যাচটি রূপ নেয় সিরিজ নির্ধারণীতে। অলিখিত ফাইনালটি যদি টাইগাররা জিতে যায়, তাহলে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতবে বাংলাদেশ। ফলে ক্রিকেটারদের ভাবনায় শুধু আজকের ম্যাচ।

ডাম্বুলায় প্রথম ওয়ানডের আগে আইপিএল নিয়ে মুস্তাফিজকে সতর্ক করেছিলেন টাইগার অধিনায়ক মাশরাফি। কিন্তু নিষেধ করেননি। স্টার ক্রিকেটে সংবাদ প্রকাশিত হয়, মাশরাফির নির্দেশেই নাকি মুস্তাফিজ খেলতে চাইছেন না আইপিএলে। এ প্রসঙ্গে মুস্তাফিজ বলেন, ‘মাশরাফি ভাই কখনোই আমাকে আইপিএলে খেলতে নিষেধ করেননি।’ আইপিএলে মুস্তাফিজের খেলার বিষয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। তবে মে মাসে তিন জাতির টুর্নামেন্ট খেলতে আয়ারল্যান্ড যাবে বাংলাদেশ এবং এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে ইংল্যান্ডে। ফলে আইপিএলে খেলা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে মুস্তাফিজের।’

সর্বশেষ খবর