শনিবার, ১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ফাইনালে ওঠার লড়াইয়ে মুমিনুলরা

ক্রীড়া প্রতিবেদক

ফাইনালে ওঠার লড়াইয়ে মুমিনুলরা

পাকিস্তানকে হারালেই গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারত বাংলাদেশ। কিন্তু পারেনি। ইমার্জিং এশিয়া কাপের দুই টেস্ট খেলুড়ে দেশের অনূর্ধ্ব-২৩ দলের ম্যাচটি ‘টাই’ হয়। টাই হওয়ায় রান রেটে গ্রুপ রানার্স আপ হন মুমিনুলরা। চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। আজ টুর্নামেন্টের ফাইনালে ওঠার লড়াইয়ে নামছেন মুমিনুলরা। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং এম এ আজিজ স্টেডিয়ামে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ। ভারতকে হারিয়ে সেমিতে খেলছে আফগানিস্তান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-২৩ দল এবং আফগানিস্তান, নেপাল, হংকং ও মালয়েশিয়াকে নিয়ে কক্সবাজারে শুরু হয় আট জাতির ইমার্জিং এশিয়া কাপ। গ্রুপ পর্বের খেলাগুলো হয় কক্সবাজারে। আজকের দুই সেমিফাইনাল এবং ৩ এপ্রিলের ফাইনাল হবে চট্টগ্রামের দুই ভেন্যুতে। ফাইনালের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।  গ্রুপ পর্বের খেলায় মুমিনুলরা হংকংকে ৮ উইকেটে এবং নেপালকে ৮৩ রানে হারায়। টাই করে পাকিস্তানের সঙ্গে। সেমির প্রতিপক্ষ শ্রীলঙ্কা প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে গেলেও আফগানিস্তানকে ৩৫ রানে এবং মালয়েশিয়াকে ২০৫ রানে হারায়। দুই দল আজ নামছে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠতে। মজার বিষয় হচ্ছে হাজার মাইল দূরে কলম্বোর সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে বাংলাদেশ ও শ্রীলঙ্কা মুখোমুখি হচ্ছে তিন ম্যাচ সিরিজের শেষটিতে। যদি আজ টাইগাররা জিতে যায়, তাহলে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতবে শ্রীলঙ্কার বিপক্ষে। অবশ্য হেরে গেলেও সমতা থাকবে সিরিজে। আফগানিস্তান শেষ ওয়ানডেতে ভারতকে ২ উইকেটে হারিয়ে রান রেটে জায়গা করে নেয় সেমিফাইনালে। তবে রান রেটে গ্রুপ চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। রানার্স আপ আফগানিস্তান লড়বে পাকিস্তানের বিপক্ষে।

সর্বশেষ খবর