শনিবার, ১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

পাকিস্তানকে বিসিবির না

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দুটি টি-২০ ম্যাচ খেলার আমন্ত্রণ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। জুলাইয়ে বাংলাদেশ সফরে আসার কথা পাকিস্তানের। তার আগে মে মাসে ম্যাচ দুটি খেলার কথা বলেছিল পিসিবি। কিন্তু গতকাল বিসিবি পরিচালক আকরাম খান, প্রস্তাবটি নাকচ করে দেওয়ার কথা বলেছেন। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে না। কিন্তু পিসিবি চাইছে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতে। এজন্য গত মাসে লাহোরে পাকিস্তান সুপার লিগের (পিসিএল) ফাইনালের আয়োজন করে। সেখানে বাংলাদেশ থেকে খেলতে গিয়েছিলেন এনামুল হক বিজয়। বাংলাদেশকে দুটি টি-২০ ম্যাচ খেলার আমন্ত্রণের সংবাদ প্রকাশিত হয় পাকিস্তানের ডন পত্রিকায়। তখনই বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন জানিয়েছিলেন, পিসিবি থেকে কোনো প্রস্তাব পায়নি বিসিবি। গতকাল আকরাম বলেছেন, ‘নিরাপত্তার কথা বিবেচনা করে বাংলাদেশ পাকিস্তান সফরে যাচ্ছে না।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর