শিরোনাম
রবিবার, ২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

প্রথমে ব্যাটিং করা উচিত ছিল : বুলবুল

ক্রীড়া প্রতিবেদক

প্রথমে ব্যাটিং করা উচিত ছিল : বুলবুল

প্রথম বলেই লেড সাইডে ওয়াইড করলেন মাশরাফি বিন মর্তুজা। পরের বলেও একই কায়দায় ওয়াইড। টানা দুই বলে ওয়াইড-ক্যারিয়ারে বোধহয় প্রথম করলেন  টাইগার অধিনায়ক মাশরাফি! তাহলে কি কলম্বোর সিংহলজি স্পোর্টস গ্রাউন্ডে সিরিজ নির্ধারণী ম্যাচ নিয়ে বাড়তি চাপে ছিলেন টাইগার অধিনায়ক? শুধুই কি অধিনায়ক, না গোটা দলই চাপে ছিল? ৭০ রানের হার কি চাপের ভারে নুয়ে পড়ার উত্তর? জিতলে সাতখুন মাফ! হারলে হাজারও সমস্যা! এমন সমীকরণের ম্যাচ ছিল কলম্বোর সিরিজ নির্ধারণী ওয়ানডে। সেখানে ইতিহাস গড়ার চাপ নিতে পারেনি টাইগাররা। বোলাররা ভালো বোলিং করেননি। কাজের কাজটি সারতে পারেননি ব্যাটসম্যানরাও। বাংলাদেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকানো আমিনুল ইসলাম বুলবুল মেলবোর্নে নিজ বাসায় বসে খেলা দেখেছেন টাইগারদের। সিরিজ জেতানোর এমন সমীকরণের ম্যাচে আগে ব্যাট করলে ভালো করতো বাংলাদেশ বলেন বুলবুল।

ডাম্বুলায় প্রথম ওযানডেতে প্রথমে ব্যাট করে দুর্দান্ত জয় তুলে নেয় মাশরাফি বাহিনী। দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টিতে ভেস্তে গেলেও প্রথমে ব্যাট করে তিন শতাধিক রান করে শ্রীলঙ্কা। ফলে গতকাল সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে নির্ভারচিত্তে থাকার জন্য আগে ব্যাটিং করা উচিত ছিল বলেন বুলবুল, ‘সিরিজ নির্ধারণী ম্যাচগুলোতে সব সময়ই চাপ থাকে। আমার ব্যক্তিগত মত, গতকাল বাংলাদেশের প্রথমে ব্যাটিং করা উচিত ছিল। প্রথমে ব্যাট করলে স্কোর যাই হতো না কেন, রান তাড়া করার চাপ থাকতো না।’ প্রথমে ব্যাট না করে হেরে গেলেও টাইগারদের কোনো দোষারোপ করেননি অভিষেকেই সেঞ্চুরি করা বুলবুল, ‘একজন ক্রিকেটার হিসেবে আমি মনে করি, খেলায় হারজিতটাকে মেনে নিতে হবে। মাশরাফি, মুশফিকরা খুব ভালো ক্রিকেট খেলেছেন এখন পর্যন্ত। টেস্ট সিরিজ হারেননি। ওয়ানডে সিরিজও হারেনি। তার মানে হচ্ছে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে। ভবিষ্যতেও খেলবে। শ্রীলঙ্কা সফরে আসন্ন সিরিজ ও টুর্নামেন্টগুলোতে বাংলাদেশকে সাহায্য করবে। চ্যাম্পিয়ন্স ট্রফি, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা সিরিজে টাইগাররা আরও ভালো করবে বলেই বিশ্বাস আমার। ’

টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষ। ৪ ও ৬ এপ্রিল দুটি টি-২০ ম্যাচ কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। টি-২০ সিরিজে অবশ্য শ ীলঙ্কাকে এগিয়ে রেখেছেন বুলবুল, ‘অস্ট্রেলিয়ায় আমি খুব কাছ থেকে শ্রীলঙ্কাকে ওয়ানডে ও টি-২০ খেলতে দেখেছি। ওরা ভালো দল। ফিটনেস ও পাওয়ার ক্রিকেট খেলে। আমার বিবেচনায় টি-২০ সিরিজে শ্রীলঙ্কা এগিয়ে থাকবে।’

সর্বশেষ খবর