রবিবার, ২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বার্সাতেও নেই মেসি

ক্রীড়া ডেস্ক

বার্সাতেও নেই মেসি

লিওনেল মেসির উপর আন্তর্জাতিক ফুটবলে চার ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। এই খবর এখন ভক্ত-সমালোচকদের কাছে আলোচনার প্রধান বিষয়। তবে লিওনেল মেসির উপর নিষেধাজ্ঞা আছে বার্সেলোনাতেও। আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর আজ স্প্যানিশ লা লিগায় গ্রানাডার বিপক্ষে মাঠে নামছে কাতালানরা। এ ম্যাচে আর্জেন্টাইন জাদুকরকে পাশে পাচ্ছে না বার্সেলোনা। মৌসুমে পঞ্চম হলুদ কার্ড পাওয়ার পর লা লিগায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন মেসি। লা লিগায় এই কঠিন সময়ে মেসিকে পাশে না পাওয়ায় বেশ বিপদেই পড়বে বার্সেলোনা। অবশ্য মেসির অনুপস্থিতিতে ম্যাচ সামলানোর পুরো দায়িত্ব পড়বে ব্রাজিলিয়ান তারকা নেইমারের উপর। সুয়ারেজরাও থাকবেন তার পাশে।

স্প্যানিশ লা লিগায় আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদও। লস ব্ল্যাঙ্কোসদের প্রতিপক্ষ অ্যালাভেস। লা লিগায় ২৭ ম্যাচে ৬৫ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে বার্সেলোনা। তিন নম্বরে থাকা সেভিয়ার সংগ্রহ ৫৭ পয়েন্ট। ৫৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। লিগের এ অবস্থায় মাঠের লড়াই তো চলছেই, মাঠের বাইরেও লড়াই করছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। জেরার্ড পিকে কঠোর সমালোচনা করেছেন রিয়াল মাদ্রিদের। অন্যদিকে রিয়াল কোচ জিনেদিন জিদান এসব সমালোচনার জবাব দিচ্ছেন ঠাণ্ডা সুরে। তিনি বলেছেন, ‘আমাদেরকে কেবল ম্যাচের প্রতিই দৃষ্টি দিতে হবে। অনেক ম্যাচ রয়েছে। এসব ম্যাচে আমরা সবাইকে পাশে চাই।’ দীর্ঘ একটা লড়াইয়ের জন্য দলকে প্রস্তুত করতে ব্যস্ত জিদান। রিয়াল মাদ্রিদের আরও ১১টি ম্যাচ রয়েছে। বার্সেলোনার আছে ১০ ম্যাচ। এর মধ্যেই নিশ্চিত হবে লা লিগার শিরোপা। রিয়াল মাদ্রিদ এবার ডাবল (লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ) জয়ের জন্য মরিয়া হয়ে লড়াই করবে। অন্যদিকে বার্সেলোনার সামনে ট্রেবল জয়ের সুযোগ রয়েছে এখনো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর