রবিবার, ২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

এক ম্যাচ নিষিদ্ধ মাশরাফি

ক্রীড়া ডেস্ক

এক ম্যাচ নিষিদ্ধ মাশরাফি

শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টি হেরে সিরিজ ভাগাভাগিই করে নিতে হলো বাংলাদেশকে। টেস্ট এবং ওয়ানডে দুই সিরিজেই ড্র। এটাও কম কিসে। তবে সিরিজ জয়ের আফসোস তো থেকেই যায়। এদিকে ভক্তদের জন্য আরও একটা দুঃসংবাদ হলো, মাশরাফি বিন মর্তুজা এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। খবরটা সংবাদ সম্মেলনে নিজেই জানিয়েছেন মাশরাফি। তিনি বলেন, ‘এক ম্যাচের নিষেধাজ্ঞা পেলাম। পরের ওয়ানডে খেলতে পারব না।’ বোলিং ও ফিল্ডিংয়ের সময় অতিরিক্ত সময়ে নেওয়ায় এ নিষেধাজ্ঞার কবলে পড়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি। অবশ্য আগেও এমন নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়েছে তাকে। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তিনি। খেলতে পারেননি পাকিস্তানের বিপক্ষে একটা ম্যাচ। এবার তিনি ১২ মে আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ খেলতে পারবেন না। গতকাল বাংলাদেশ নিজেদের বোলিং শেষ করতে প্রায় ত্রিশ মিনিট বেশি সময় নিয়েছিল। শাস্তিটা তাই নিশ্চিতই ছিল।

সর্বশেষ খবর