রবিবার, ২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

কাঠগড়ায় নেইমার

ক্রীড়া ডেস্ক

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার ও তার পরিবারকে বিশ্বাসঘাতক বলে তিরস্কার করেছে ডিআইএস নামের দেশটির বিনিয়োগকারী একটি প্রতিষ্ঠান। তাদের মতে নেইমার যত বড় তারকা হোক না কেন কখনো শিশুদের আদর্শ হতে পারবেন না। ২০১৩ সালে ৮ কোটি ৬০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে সন্তোষ থেকে বার্সেলোনায় যোগ দেন। নেইমার শুরুতে ট্রান্সফার ফির মোট অঙ্ক লুকিয়ে ছিল স্পেনের এই ক্লাবটি। এর ফলে তাদেরকে ঠকানো হয়েছে বলে ডিআইএস। নেইমারের পারিশ্রমিকের ৪০ শতাংশের মালিক ছিল প্রতিষ্ঠানটি। কেননা তারা কো-এজেন্ট হিসেবে কাজ করেছিল। চুক্তি অনুযায়ী কমিশন না পাওয়ায় পরবর্তীতে মামলা ঠুকে দেন। ওই মামলায় এখন কাঠগড়ায় দাঁড়াতে হবে নেইমারকে।

নেইমারের দল-বদলের সময় ১ কোটি ৭০ লাখ ইউরোর ৪০ শতাংশ পেয়েছিল ডিআইএস। তবে তাদের দাবি, চুক্তির পুরো অঙ্কের ৪০ শতাংশ পাওয়ার চুক্তি হয়েছিল নেইমারের সঙ্গে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর