সোমবার, ৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

লিভারপুলের জয় চেলসির হার

ক্রীড়া ডেস্ক

লিভারপুলের জয় চেলসির হার

গোল উৎসবে মেতেছে লিভারপুলের বেলজিয়ান তারকা অরিগি

ইংলিশ প্রিমিয়ার লিগে এ যেন একই দৃশ্যের পুনঃমঞ্চায়ন। গত মৌসুমে নিজেদের মাঠে চেলসি ২-১ গোলে হেরেছিল ক্রিস্টাল প্যালেসের কাছে। ঠিক একই ব্যবধানে আরও একবার সেই স্ট্যামফোর্ড ব্রিজে একই প্রতিপক্ষের কাছে হারল ব্লুজরা। স্প্যানিশ তারকা ফ্যাব্রিগাসের গোলে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে গিয়েছিল চেলসি। তবে নবম মিনিটে জাহা এবং ১১তম মিনিটে বেনটেকের গোল ক্রিস্টাল প্যারেসকে জয় উপহার দেয় লিগের শীর্ষ দলের বিরুদ্ধে। অবশ্য এ পরাজয়ের পরও অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। চেলসি ২৯ ম্যাচে ৬৯ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষেই অবস্থান করছে। এখনো অনেক দূর এগিয়ে আছে ব্লুজরা। দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যাম সমান ম্যাচে ৬২ পয়েন্ট সংগ্রহ করেছে।

এদিকে গত শনিবার চেলসি হেরে গেলেও জয় পেয়েছে লিভারপুল। অলরেডরা নিজেদের মাঠে এভারটনকে ৩-১ গোলে হারিয়েছে। লিভারপুলের পক্ষে গোল করেছেন মেইন, কটিনহো এবং অরিগি। এভারটনের পক্ষে একমাত্র গোল করেছেন পেনিংটন। এ জয়ে লিভারপুল ৩০ ম্যাচে ৫৯ পয়েন্ট সংগ্রহ করে তিন নম্বরে অবস্থান করছে। দুই ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে পেপ গার্ডিওলার ম্যানচেস্টার সিটি। গত শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে গোলশূন্য ড্র করেছে হোসে মরিনহোর দল। ম্যানচেস্টার ইউনাইটেডকে তাদেরই মাঠে রুখে দিয়েছে ওয়েস্ট ব্রমইউচ। এ ড্রয়ে ২৮ ম্যাচে ৫৩ পয়েন্ট সংগ্রহ করে পঞ্চমে অবস্থান করছে ম্যানইউ। ইংলিশ প্রিমিয়ার লিগে এ ছাড়াও গত শনিবার জয় পেয়েছে লিস্টার সিটি। বর্তমান চ্যাম্পিয়নরা ২-০ গোলে হারিয়েছে স্টোক সিটিকে। দলের পক্ষে গোল করেছেন নিড্ডি ও ভার্ডি। এ জয়ে একটা দারুণ রেকর্ড গড়েছেন লিস্টার সিটির নতুন কোচ ক্রেইগ শেকস্পিয়ার। তিনি প্রথম ইংলিশ কোচ হিসেবে প্রিমিয়ার লিগে প্রথম চার ম্যাচ জয় করেছেন। ক্যারিয়ারের শুরুতেই ইংলিশ লিগে টানা চার বা তার বেশি ম্যাচ জয়ের রেকর্ড আছে কেবল চারজনের। চেলসির হয়ে কার্লো আনসেলত্তি (ছয় ম্যাচ), ম্যানসিটির হয়ে পেপ গার্ডিওলা (ছয় ম্যাচ), চেলসির হয়ে হোসে মরিনহো (চার ম্যাচ) ও চেলসির হয়ে গাস হিডিঙ্ক (চার ম্যাচ)। অবশ্য এদের কেউ ইংলিশ নন। সবাই ভিনদেশি। প্রথম ইংলিশ কোচ হিসেবে দারুণ একটা রেকর্ড গড়লেন ক্রেইগ শেকস্পিয়ার।

গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম ২-০ গোলে হারিয়েছে বার্নলিকে। এ ছাড়াও হাল সিটি ২-১ গোলে হারিয়েছে ওয়েস্ট হ্যামকে এবং ওয়াটফোর্ড ১-০ গোলে হারিয়েছে সান্ডারল্যান্ডকে। গোলশূন্য ড্র করেছে সাউদ্যাম্পটন ও বর্নমাউথ।

সর্বশেষ খবর