সোমবার, ৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

আইপিএলে খেলছেন মুস্তাফিজ : মুডি

ক্রীড়া ডেস্ক

আইপিএলে খেলছেন মুস্তাফিজ : মুডি

শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের শেষ টি-২০ ম্যাচ ৬ এপ্রিল। পরের দিন জাতীয় দলের ক্রিকেটাররা দেশে ফিরবেন। কিন্তু মুস্তাফিজুর রহমান বাংলাদেশে না ফিরে সরাসরি আইপিএল খেলতে ভারতে চলে যাবেন। ৭ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদে কাটার মাস্টার যোগ দেবেন বলে জানিয়েছেন দলটির কোচ টম মুডি। ভারতীয় মিডিয়াকে তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা মুস্তাফিজ ৭ এপ্রিল দলে যোগ দেবেন। যদিও এ ব্যাপারে দলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন্য কিছু না ভাবলে ধরে নেব আমরা মুস্তাফিজকে পাচ্ছি।’ আগের আসরে সানরাইজার্স হায়দরাবাদের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বড় অবদান ছিল কাটার মাস্টারের। তাই এবারও প্রথম থেকেই মুস্তাফিজকে দলে চায় হায়দরাবাদ। যদিও প্রথম ম্যাচে খেলতে পারবেন না কাটার মাস্টার। কেননা আইপিএল শুরু হচ্ছে ৫ এপ্রিল। প্রথম দিনই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি হবে হায়দরাবাদ। সে ম্যাচে খেলতে পারবেন না মুস্তাফিজ। তবে মুস্তাফিজ আইপিএল খেলতে পারবেন কিনা তা নির্ভর করছে বিসিবির সিদ্ধান্তের ওপর। গত আসরে মুস্তাফিজকে কোনো বিশ্রাম না দিয়ে টানা ম্যাচ খেলিয়ে ইনজুরিতে ফেলে দিয়েছিল হায়দরাবাদ। তারপর দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকতে হয়েছিল কাটার মাস্টারকে। তাই এবার সব কিছু বিবেচনা করেই মুস্তাফিজের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও মুস্তাফিজের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিলেন। তবে তার দাবি ছিল, শ্রীলঙ্কা সফরের পর অন্তত ১০ দিন বিশ্রাম নিতে হবে মুস্তাফিজকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর