সোমবার, ৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

পাকিস্তান-শ্রীলঙ্কা ফাইনাল আজ

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তান-শ্রীলঙ্কা ফাইনাল আজ

ঘরের মাটিতে টুর্নামেন্ট। তাই ইমার্জিং এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। কিন্তু সেমিফাইনালের বেড়াই ডিঙাতে পারেনি মুমিনুলরা। সেরা চারের লড়াইয়ে বাংলাদেশ হেরে যায় শ্রীলঙ্কার কাছে। ৮ উইকেটের বড় জয়ে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেয় ‘দ্বীপরাষ্ট্র’ শ্রীলঙ্কা। আজ টুর্নামেন্টের ফাইনাল। ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ফাইনালে শ্রীলঙ্কার প্র্রতিপক্ষ পাকিস্তান। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা ১২৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে আইসিসির সহযোগী দেশ আফগানিস্তানকে। বাংলাদেশ ও পাকিস্তান ছিল একই গ্রুপে। দুই দলই নেপাল ও হংকংকে হারিয়ে মুখোমুখি হয় শেষ ম্যাচে। কিন্তু জিততে পারেনি কোনো দলই। টাই হয়। টাই হওয়ায় রান রেটের পার্থক্যে গ্রুপ রানার্স আপ হয় বাংলাদেশ। সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমে ১৭৯ রানে গুটিয়ে যায়। বিশেষ করে স্বাগতিকদের ধসিয়ে দিতে সামনে থেকে নেতৃত্ব দেন পেসার আসিথ ফার্নান্দো। ইনিংসের সপ্তম ওভারের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বলে হ্যাটট্রিক করেন। ১৮০ রানের টার্গেটে খেলতে নেমে ১৫ রানে ২ উইকেট হারিয়েও শেষ পর্যন্ত বড় জয়ে মাঠ ছাড়ে দুই ব্যাটসম্যান সামারাবিক্রমা ও আশালঙ্কার প্রত্যয়ী ব্যাটিংয়ে।

৩২ রানে ৪ উইকেট নিয়েছিলেন হ্যাটট্রিকম্যান আসিথ। এর আগে শ্রীলঙ্কা গ্রুপ পর্বে ভারতের কাছে হেরেছিল। হারিয়েছিল আফগানিস্তান ও মালয়েশিয়াকে। ভারতকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছিল আফগানিস্তান। শিরোপা জেতার ব্যাপারে দুই দলই আশাবাদী। তারা দর্শকদের উপভোগ্য ম্যাচ উপহার দিতে চায়।

সর্বশেষ খবর