শিরোনাম
মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

মোহনবাগান-আবাহনী মুখোমুখি আজ

ক্রীড়া প্রতিবেদক

মোহনবাগান-আবাহনী মুখোমুখি আজ

বাংলাদেশে যেমন আবাহনী ও মোহামেডান। তেমনিভাবে ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে বলা হতো ভারতের ফুটবলের পরাশক্তি। কালের বিবর্তনে সেই অবস্থা এখন আর নেই। ঢাকা আবাহনী জৌলুসটা ধরে রাখলেও ঢাকা মোহামেডান বড্ড ম্লান। ইস্টবেঙ্গল ও মোহনবাগানও সেই দাপট ধরে রাখতে পারেনি। নব্বই দশক পর্যন্ত ভারতের ফুটবলে দুই দল প্রাধান্য বিস্তার করলেও অন্য প্রদেশের ক্লাবগুলো এখন জ্বলে উঠছে। এবার এএফসির ক্লাব কাপের কথা ধরা যাক। বেঙ্গালুরুর জে এস ডব্লিউ ভারত চ্যাম্পিয়ন হিসেবে এই আসরে অংশ নিচ্ছে। মোহনবাগান সুযোগ পেয়েছে প্লে-অফ ম্যাচে জয়ী হয়ে। এএফসি ক্লাব কাপ বাছাইপর্বে ঢাকা আবাহনী ২-০ গোলে হেরে যায় মালদ্বীপ চ্যাম্পিয়ন মার্জিয়া স্পোর্টসের কাছে। আজ গ্রুপের দ্বিতীয় ম্যাচে লড়বে মোহনবাগানের বিপক্ষে। কলকাতা রবীন্দ সরোবর স্টেডিয়ামে বাংলাদেশ চ্যাম্পিয়নরা লড়বে। দুই বাংলার লড়াইয়ে উত্তেজনা থাকে অন্য রকম। ফুটবলে জনপ্রিয়তা কমে গেলেও ম্যাচটি ঘিরে ঢাকার দশর্কদের আগ্রহের কমতি থাকছে না। অন্যদিকে মোহনবাগান সমর্থকরাও গ্যালারিতে ভিড় জমাবে। অনেক দিন পর মোহনবাগান-আবাহনী মুখোমুখি হচ্ছে। ১৯৯২ সালে ঢাকায় বিটিসি কাপে তারা শেষ বারের মতো আন্তর্জাতিক ক্লাব টুর্নামেন্টে লড়ে। ২-০ গোলে জয়ী হয়েছিল আবাহনী। আজ কী করবে আবাহনী? প্রথম ম্যাচ হেরে যাওয়ায় বাংলাদেশ চ্যাম্পিয়নদের কাছে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আবাহনীকে জিততেই হবে। একই অবস্থা মোহনবাগানেরও। তারা প্রথম ম্যাচে ঘরের দল বেঙ্গালুরু জে এস ডব্লিউর কাছে ২-১ গোলে হেরে যায়। বলা যায় দুই দল টিকে থাকা চ্যালেঞ্জের ম্যাচে মুখোমুখি হচ্ছে। কোচ দ্রাগোমাভিজ ঢাকা ছাড়ার আগে বলে গেছেন তার শিষ্যরা ম্যাচ জিততে উজার করে খেলবে। জেতার জন্যই দল মাঠে নামে। কিন্তু মোহনবাগানের সামনে আবাহনী আজ পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে পারছে না। যাদের ওপর ভরসা করা যেত সেই স্থানীয়রা আবাহনী ছেড়ে চলে গেছেন। দুই নির্ভরযোগ্য বিদেশি লি টাক ও সানডেও নেই। সামাদ ইউসুফের খেলার কথা থাকলেও পাসপোর্ট জটিলতার কারণে তিনি ঢাকায় আসতে পারেননি। দুই বিদেশি জোনাথন ও এমেকাকে নিয়েই মাঠে নামবে আবাহনী। অন্যদিকে ঢাকায় মাঠ কাঁপিয়ে যাওয়া সনি নর্দেসহ চার বিদেশি মোহনবাগানে। লোকালরাও ভারত পরিচিত। সুতরাং কলকাতার মাঠে শক্তিশালী মোহনবাগানের বিপক্ষে জেতাটা চাট্টিখানি কথা নয়। তারপরও দলটা আবাহনী বলেই ফুটবলপ্রেমীরা সু-সংবাদ শোনার জন্য অপেক্ষায় রয়েছে।

সর্বশেষ খবর