মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন

শিরোপার রেসে শ্রীলঙ্কার নাম রাখেননি ক্রিকেটবোদ্ধারা। শিরোপা রেসে ছিল স্বাগতিক বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নাম। কিন্তু সবাইকে অবাক করে ইমার্জিং এশিয়া কাপের প্রথম আসরে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে ‘দ্বীপরাষ্ট্র’ শ্রীলঙ্কা। গতকাল ফাইনালে টস জিতে ফিল্ডিং করে দ্বীপরাষ্ট্র। স্পিনার জয়সুরিয়ার ঘূর্ণি ও ডি সিলভা-করুণারত্নের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪২.১ ওভারে ১৩৩ রান করে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করে করেন অধিনায়ক রিজওয়ান ও উসামা মির। ম্যাচসেরা জয়সুরিয়া ৬ ওভারের স্পেলে ২২ রানে ৩ উইকেট নেন। ১৩৪ রানের টার্গেটে খেলতে নেমে ২৬.১ ওভার হাতে রেখেই শিরোপা জিতে নেয় শ্রীলঙ্কা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর