শিরোনাম
শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বার্সা রিয়ালের দুরন্ত জয়

ক্রীড়া ডেস্ক

বার্সা রিয়ালের দুরন্ত জয়

গোল করার পর সুয়ারেজকে অভিনন্দন মেসির —এএফপি

লিওনেল মেসির সমালোচনা মোটেও সহ্য হয় না সেভিয়ার আর্জেন্টাইন কোচ স্যামপাওলির। হবেই বা কীভাবে! মেসি যে নিয়মিতই ফুটবল দুনিয়াকে চমকে দিয়ে চলেছেন। লা লিগায় এক ম্যাচের নিষেধাজ্ঞার পর মাঠে নেমেই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এ আর্জেন্টাইন জাদুকর। স্যামপাওলির দল সেভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। দলের পক্ষে দুটি গোল করেছেন লিওনেল মেসি। এ ছাড়াও একটি গোল করেছেন লুইস সুয়ারেজ। এ জয়ে ৩০ ম্যাচে ৬৯ পয়েন্ট সংগ্রহ করে দুই নম্বরেই আছে বার্সেলোনা। এদিকে গত বুধবার আলভারো মোরাতার হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদ ৪-২ গোলে হারিয়েছে লেগ্যানেসকে। রিয়ালের পক্ষে অপর গোলটি করেন রদ্রিগেজ। এ জয়ে ২৯ ম্যাচে ৭১ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষেই থাকল জিদানের শিষ্যরা। ন্যু ক্যাম্পে ম্যাচের প্রথম থেকেই দুর্দান্ত ফুটবল খেলে বার্সেলোনা। লিওনেল মেসির দুর্দান্ত একটা শট ক্রসবারে লেগে ফিরে আসে। তবে বার্সেলোনার আক্রমণ খুব বেশিক্ষণ রুখতে পারেনি সেভিয়া। সুয়ারেজের দুর্দান্ত গোলে ২৫ মিনিটে এগিয়ে যায় লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। তিন মিনিট পর সম্মিলিত প্রচেষ্টায় আরেকটি দুর্দান্ত গোল করে বার্সেলোনা। নেইমার-রাকিটিচ-সুয়ারেজের পা হয়ে বল যায় মেসির কাছে। আর্জেন্টাইন জাদুকর কোনো ভুল করেননি। পাঁচ মিনিট পর আরও একটি গোল করেন তিনি। এ নিয়ে লা লিগায় চলতি মৌসুমে মোট ২৭টি গোল করলেন মেসি। গোলদাতার তালিকায় তিনিই আছেন সবার ওপরে। ২৩ গোল করে সুয়ারেজ আছেন দুই নম্বরে। মেসির কঠিন প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর গোলসংখ্যা ১৯টি। প্রথমার্ধেই জয়ের রসদ জুগিয়ে নেয় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে দারুণ ফুটবল খেললেও আর কোনো গোল হয়নি। এ জয়ের পর আন্দ্রেস ইনিয়েস্তা দৃঢ়কণ্ঠে ঘোষণা করেছেন, লা লিগা জয়ের জন্য রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে এল ক্ল্যাসিকো জিততেই হবে। এ মাসেই মৌসুমের শেষ এল ক্ল্যাসিকো অনুষ্ঠিত হবে। ওই ম্যাচ জিতলেই কেবল বার্সেলোনার জন্য লা লিগা জয়ের পথ সহজ হতে পারে।

এদিকে রিয়াল মাদ্রিদ লেগ্যানেসের মাঠে খেলতে নেমে শুরুতেই প্রতিপক্ষের ওপর হামলে পড়ে। রদ্রিগেজ ১৫ মিনিটেই দলকে এগিয়ে দেন। এরপর মোরাতা ১৮ ও ২৩ মিনিটে গোল করলে রিয়াল মাদ্রিদের জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়। অবশ্য ৪৮ মিনিটে আরও একটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মোরাতা। এদিকে লা লিগায় গত বুধবার জয় পেয়েছে ওসাসুনাও। তারা ১-০ গোলে হারিয়েছে অ্যালাভেসকে। অন্যদিকে গ্রানাডার সঙ্গে গোলশূন্য ড্র করেছে দিপোর্তিভো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর