শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ব্রাজিল

ফুটবলে রাজার মুকুট যেন ব্রাজিলকেই মানায়। র‌্যাঙ্কিং শুরু হওয়ার পর ব্রাজিলই তো শীর্ষে ছিল অধিকাংশ সময়। অথচ এই ব্রাজিলই ইতিহাসের সবচেয়ে বাজে সময় পার করেছে গত সাতটা বছর। প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ে বিশের বাইরে চলে গিয়েছিল সিলেকাওরা। তবে ব্রাজিলের মতো দলের জন্য দীর্ঘ সময় এত দূরে থাকা কি মানায়! নেইমাররা পুরনো গৌরব ফিরিয়ে আনার জন্য মরিয়া হয়ে লড়াই শুরু করলেন। একে একে সব বাধা পেরিয়ে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেলেন তারা। বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ে এবং প্যারাগুয়ের বিপক্ষে অসাধারণ জয়ে সবার আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছিল ব্রাজিল। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতেই পেয়ে গেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গতকাল প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে পেছনে ফেলে শীর্ষে উঠে এলো ব্রাজিল। সাত বছর পর ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল ল্যাটিন আমেরিকার ফুটবল পরাশক্তি ব্রাজিল। গত এক বছর ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ছিল মেসিদের আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বে সর্বশেষ রাউন্ডে খুব বাজে পারফরম্যান্স করায় এ স্থান হারাতে হয়েছে আলবেসিলেস্তদের। নিজেদের মাটিতে চিলিকে কোনোমতে ১-০ গোলে হারালেও বলিভিয়ার মাটিতে গিয়ে ২-০ গোলে হেরে এসেছে এডগার্ডো বাউজার দল। ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৫৩৪ রেটিং পয়েন্ট থেকে এক লাফে ব্রাজিলের পয়েন্ট ১২৭ বেড়ে দাঁড়িয়েছে ১৬৬১। ৪১ পয়েন্ট কমে আর্জেন্টিনার পয়েন্ট ১৬০৩।

২০১০ বিশ্বকাপে ব্রাজিল দক্ষিণ আফ্রিকায় খেলতে গিয়েছিল র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই। তবে নেদারল্যান্ডসের কাছে হেরে বিদায় নেওয়ার পর এবং স্পেন বিশ্বকাপ জেতার পর বিশ্বচ্যাম্পিয়নদের কাছেই শীর্ষস্থান হারায় ব্রাজিলিয়ানরা। এরপর গত সাত বছরে নামতে নামতে সর্বনিম্ন ২২ পর্যন্ত নেমে গিয়েছিল তারা। তবে কোচ কার্লোস দুঙ্গাকে সরিয়ে তিতেকে আনার পর যেন নতুন ব্রাজিলের অভ্যুদয় ঘটে। এই কোচের অধীনে টানা ৯টি ম্যাচ জিতেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

সর্বশেষ খবর