শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

উৎসবমুখর পরিবেশে ক্রীড়া দিবস পালিত

ক্রীড়া প্রতিবেদক

‘শান্তি ও উন্নয়নের জন্য ক্রীড়া’— এই স্লোগানে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় ক্রীড়া দিবস। সারা বিশ্বে ৬ এপ্রিল আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসেবে পালিত হয়। এবারই প্রথম বাংলাদেশে পালিত হলো দিনটি। ক্রীড়া দিবসে তিন ক্রীড়াবিদকে বিশেষভাবে সম্মান জানানো হয়েছে। গত বছর গোহাটি-শিলং সাউথ এশিয়ান (এসএ) গেমসে সোনাজয়ী মাহফুজা খাতুন শিলা, মাবিয়া আক্তার সীমান্ত ও শাকিল আহমেদকে ফ্ল্যাটের মাসিক ভাড়া বাবদ চার মাসের চেক দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর ৪ সেপ্টেম্বর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে ৬ এপ্রিলকে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে ঘোষণা করেন। তারই ধারাবাহিকতায় পালিত হলো জাতীয় ক্রীড়া দিবস। ক্রীড়া দিবস পালন করতে ব্যাপক উদ্যোগ নেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ক্রীড়া ফেডারেশন ও ক্রীড়া সংগঠনগুলো ব্যানার, ফেস্টুন নিয়ে গতকাল সকালে হাজির হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সকাল সাড়ে ৭টায় শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে পায়রা উড়িয়ে ক্রীড়া দিবসের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি। এ ছাড়া উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

মো. জাহিদ আহসান রাসেল এমপি ও ভারপ্রাপ্ত ক্রীড়া সচিব মো. আসাদুল ইসলাম। ক্রীড়া প্রতিমন্ত্রীর

উদ্বোধন ঘোষণা শেষে বর্ণাঢ্য এক র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, তিন সাংবাদিক সংগঠন, জাতীয় ক্রীড়া পরিষদ, বিকেএসপি ও ক্রীড়া পরিদফতরসহ সর্বস্তরের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকরা অংশ নেন। র‌্যালিটি জিরো পয়েন্ট, সচিবালয়, প্রেস ক্লাব, পল্টন মোড় ঘুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এসে শেষ হয়। ক্রীড়া দিবসের শুরুতে এসএ গেমসে সোনা জয়ী তিন ক্রীড়াবিদকে প্রতিশ্রুত অর্থের চেক দেয় ক্রীড়া পরিষদ। ফ্ল্যাটের মাসিক ভাড়া হিসেবে ২২ হাজার করে সাতারু শিলা ও ভারোত্তোলক সীমান্তকে চার মাসের (নভেম্বর-ফেব্রুয়ারি) ৮৮ হাজার টাকা এবং মাসিক ২৪ হাজার টাকা করে ৯৬ হাজার টাকার চেক দেওয়া হয় শাকিলকে। এসএ গেমসে শিলা সাতাঁরে দুটি, মাবিয়া ভারোত্তোলনে এবং শাকিল শূটিংয়ে সোনা জিতেছিলেন।

সর্বশেষ খবর