শনিবার, ৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

শ্রীলঙ্কায় সাফল্যের গল্পগাথা

শ্রীলঙ্কায় সাফল্যের গল্পগাথা

শ্রীলঙ্কায় স্মরণীয় সফর শেষে গতকাল দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ফেরার পর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে হাস্যোজ্জ্বল দুই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও মুশফিকুর রহিম।

 

কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে নিজেদের শততম টেস্ট খেলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ জয়ের পর ইতিহাসের মাইলফলক গড়া টাইগার অধিনায়ক মুশফিককে অভিনন্দন জানাচ্ছেন সৌম্য সরকার।

 

টেস্ট সিরিজের আত্মবিশ্বাস নিয়ে ওয়ানডে খেলতে নামে টাইগাররা। ডাম্বুলার রানগিরি স্টেডিয়ামে প্রথম ওয়ানডে জিতে এগিয়ে গিয়েছিল মাশরাফি বাহিনী। দ্বিতীয়টি ভেস্তে যায় বৃষ্টিতে। তবে ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে তাসকিনের হ্যাটট্রিকের জন্য। যদিও সিরিজটি শেষ পর্যন্ত ড্র হয়।

 

টেস্ট ও ওয়ানডেতে ড্রয়ের পর টি-২০ সিরিজেও ড্র করে বাংলাদেশ। শেষ টি-২০ ম্যাচটি ছিল অধিনায়ক মাশরাফির বিদায়ী ম্যাচ। সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সে টাইগাররা অধিনায়ককে বিদায়ী ম্যাচে জয় উপহার দেয়।

সর্বশেষ খবর