শনিবার, ৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বিসিবি সভাপতির ভিন্ন সুর

ক্রীড়া প্রতিবেদক

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলছিলেন ‘মাশরাফি টি-২০ এখনো ছাড়েননি, অধিনায়কত্ব ছেড়েছেন। আমরা বলিনি মাশরাফি টি-২০ স্কোয়াডে নেই। আমাদের তিন ফরম্যাটে তিন অধিনায়ক। আগেও বলেছি। এখনো বলছি। ও যদি ফিট থাকে খেলবে।’ বিসিবি সভাপতি যখন মিডিয়ার মুখোমুখিতে কথা বলছিলেন, তখন মিটিমিটি হাসছিলেন মাশরাফি। টাইগার অধিনায়কের ওই হাসিতেই অনেক উত্তর। প্রথম টি-২০ ম্যাচের দিন অফিশিয়াল ফেসবুক পেজে গুছিয়ে অবসরের কথা লিখেছেন। এরপর লাখো-কোটি দর্শকের সামনে টি-২০ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মাশরাফি। টাইগার অধিনায়কের এমন ঘোষণায় বিস্মিত হন ক্রিকেটপ্রেমীরা। কোনোভাবেই তারা মেনে নিতে পারেননি দেশের সবচেয়ে সফল অধিনায়কের এমন সরে দাঁড়ানো। টাইগার অধিনায়কের হঠাৎ অবসরের ঘোষণায় বিপাকে পড়ে বিসিবি। গতকাল শ্রীলঙ্কায় স্মরণীয় এক সফর শেষে দেশে ফিরেছে টাইগাররা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিডিয়ার মুখোমুখিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে উত্তর দিতে হয়েছে মাশরাফির অবসর নিয়ে। বিসিবি সভাপতি স্পষ্ট করেই জানিয়েছেন, মাশরাফি টি-২০ ম্যাচ থেকে সরে দাঁড়াননি। তিনি শুধু নেতৃত্ব ছেড়েছেন। বিসিবি সভাপতির এমন উত্তরে মাশরাফির অবসরের ঘোষণাটি কেমন জানি ধোঁয়াশা হয়ে গেল!

কাল দুপুরে যখন টাইগার বাহিনী বিমানবন্দরে পা রাখে, তখন মাশরাফিকে দেখার জন্য উদগ্রীব ক্রিকেটপ্রেমীসহ মিডিয়া কর্মীরা। ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল একটি সফর করেছে বাংলাদেশ। দ্বীপরাষ্ট্রে টেস্ট, ওয়ানডে ও টি-২০ সিরিজে হারেনি। সমানে সমানে ছিল ফল। তিন ফরম্যাটের সিরিজেই ফল ছিল ১-১। এমন স্মরণীয় পারফরম্যান্সকে আড়াল করে গতকাল মিডিয়া সরব ছিল মাশরাফির অবসর নিয়ে। বিসিবি সভাপতি বোধহয় জানতেন মিডিয়াকে জবাব দিতে হবে। তাই মিডিয়ায় বলেছেন, ‘আমি বারবারই বলছি, মাশরাফি কিন্তু টি-২০ এখনো ছাড়েননি। আমরা বলিনি মাশরাফি টি-২০ স্কোয়াডে নেই। ও শুধু অধিনায়কত্ব ছেড়েছেন। আমরা তিন ফরম্যাটে তিন অধিনায়কের সিদ্ধান্তে গিয়েছি। আগেও এটা বলেছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, মাশরাফি যদি ফিট থাকেন, তাহলে অবশ্যই টি-২০ খেলবেন। আমাদের দরকার হলে আমরা কি তাকে ছেড়ে দেব?’ বিসিবি সভাপতির এমন উত্তরে এখন কী ভাববেন ক্রিকেটপ্রেমীরা? অবসরের বিষয়টি নিয়ে কে নাটক করল?

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর