শনিবার, ৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সিদ্ধান্তে অনড় মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কায় স্মরণীয় এক সফর শেষে গতকাল ঢাকায় ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট, ওয়ানডে ও টি-২০-তিন ফরম্যাটের সিরিজেই দ্বীপরাষ্ট্রের সঙ্গে ড্র করেছে টাইগাররা। এমন নজরকাড়া পারফরম্যান্সে উদ্বেলিত গোটা দেশ। মাশরাফি, মুশফিকদের গতকাল বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করেছেন বিসিবি কর্মকর্তারা। টাইগারদের পারফরম্যান্স নিয়ে যেখানে হুমড়ি খাওয়ার কথা, সেখানে অসাধারণ সফরকে আড়াল করে মিডিয়া সরব ছিল টি-২০ ক্রিকেট থেকে মাশরাফির অবসরের ঘোষণা নিয়ে। যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, মাশরাফি নেতৃত্ব ছেড়েছেন। টি-২০ ক্রিকেট ছাড়েননি। টাইগার অধিনায়ক অবশ্য বিসিবি সভাপতির এমন বক্তব্যের উত্তরে কিছু বলেননি। শুধু জানিয়েছেন, তিনি এখন ওয়ানডে খেলবেন। সেখানেই মজা হবে। তার নেতৃত্বেই বাংলাদেশ আয়ারল্যান্ডে তিন জাতির টুর্নামেন্ট খেলবে এবং এরপর ইংল্যান্ডে অংশ নেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। বিসিবি সভাপতির বক্তব্যের পর মাশরাফি বলেন, ‘আমি তো এখন ওয়ানডে খেলব। সেখানেই মজা হবে অনেক।’ টাইগার অধিনায়কের এমন বক্তব্যে স্পষ্ট, বিসিবি সভাপতি যাই বলুন না কেন, নিজের অবস্থানে অনড় মাশরাফি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর