শনিবার, ৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

রিয়াল-অ্যাটলেটিকো মুখোমুখি

ক্রীড়া ডেস্ক

রিয়াল-অ্যাটলেটিকো মুখোমুখি

মাদ্রিদ ডার্বি আজ। ম্যাচটি ঘিরে টানটান উত্তেজনা স্পেনে। জয়ের একাগ্রতায় অনুশীলনে রোনালদো

জিনেদিন জিদান খুব ভালো করেই জানেন, আগামী দুই সপ্তাহের লড়াইয়ে সফল হতেই হবে লা লিগার শিরোপা নিশ্চিত করার জন্য। বিশেষ করে আজকের লড়াইয়ে। আজ সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমের শেষ মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হচ্ছে রিয়াল-অ্যাটলেটিকো। লা লিগার শিরোপা জয়ের জন্য মাদ্রিদ ডার্বি জয়ের কোনো বিকল্প নেই রিয়ালের সামনে। এমনকি ড্র করলেও বার্সেলোনার সামনে লা লিগা জয়ের সুযোগ চলে আসবে। জিদান বার্সাকে এই সুযোগ দিতে রাজি নন। দিলে যে চাকরিটাই হুমকির মুখে পড়ে যাবে, তা তিনি ভালোভাবেই জানেন।

‘আমরা জানি, এখন পর্যন্ত যা করেছি তার কোনো অর্থই নেই যদি আমরা কোনো কিছু জিততে না পারি। আমরা কেবল কিছু ম্যাচ জিতেছি। লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়টা এবার বাকি।’ জিদানের এমন ভাষ্যের অর্থটা পরিষ্কার। জিদান দারুণ পারফরম্যান্স করেছেন কোচ হিসেবে। ৭৩টি ম্যাচের মধ্যে কোচ হিসেবে হেরেছেন মাত্র ৫টি! উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও জিতেছেন ফিফা ক্লাব বিশ্বকাপ। তবে এখনো লা লিগা জিততে পারেননি তিনি। লিগ জয় করার জন্য আজকের জয়টাই কেবল জরুরি নয়, জিততে হবে ২৩ এপ্রিলের ‘এল ক্ল্যাসিকো’ও। কেবল তাই নয়, এর মধ্যে বায়ার্ন মিউনিখের সঙ্গে দুবার মুখোমুখি হতে হবে রিয়াল মাদ্রিদকে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই দল। রিয়াল মাদ্রিদের সামনে কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে। এই পরীক্ষার সূচনা হচ্ছে আজ। মাদ্রিদ ডার্বিতে অবশ্য রিয়াল মাদ্রিদের পাল্লাই ভারী। মাঝখানে দিয়েগো সিমিওনের শিষ্যরা রিয়াল মাদ্রিদকে বেশ কয়েকবারই পরাজয়ের স্বাদ উপহার দিয়েছেন। ২০১২-১৩ মৌসুমের পর লা লিগার কোনো ম্যাচ সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জেতেনি রিয়াল। অবশ্য চলতি মৌসুমে অ্যাটলেটিকোর মাঠে জয় পেয়েছে রিয়াল। দেখা যাক, আজ রিয়াল মাদ্রিদ জিততে পারে কিনা।

এদিকে আজ বার্সেলোনা খেলতে যাচ্ছে মালাগার মাঠে। কাতালানদের সামনে জয়ের বিকল্প নেই। হারলেই লা লিগায় শিরোপার আশা বাদ দিতে হবে কাতালানদের। রিয়াল মাদ্রিদ ২৯ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে লা লিগায়। এক ম্যাচ বেশি খেলে বার্সেলোনা ৬৯ পয়েন্ট নিয়ে আছে ২ নম্বরে।

 

সর্বশেষ খবর