রবিবার, ৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

এবার ক্রিকেটকে গুডবাই ইউনুসের

ক্রীড়া প্রতিবেদক

এবার ক্রিকেটকে গুডবাই ইউনুসের

পাকিস্তানের অধিনায়ক মিসবাহ্-উল-হক অবসরের ঘোষণা দেওয়ার দুই বছর পর ক্রিকেট থেকে বিদায় নিলেন আরেক তারকা ক্রিকেটার ইউনুস খান। গতকাল করাচিতে এক ঘোষণায় ১৭ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানেন ইউনুস। ৩৯ বছর বয়সী ইউনুস বলেন, ‘ভক্তরা ফোন করে আমাকে বলেন এখনই ক্রিকেট থেকে অবসর নেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি মনে করি ক্রিকেটকে গুডবাই জানানোর এটাই উপযুক্ত সময়। আমি যত দিন খেলেছি দেশকে সেরা সার্ভিসটাই দেওয়ার চেষ্টা করেছি। এটা ঠিক যে, কোনো ক্রিকেটারই সব সময় ফিট থাকে না। আমার ব্যাপারে তার ব্যতিক্রম হয়নি। তারপরেও আমি সব সময় ভালো খেলার চেষ্টা করেছি। কিন্তু আমি সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরই ক্রিকেট থেকে অবসর নিতে চাই।’

টেস্টে ইউনুস খানের সামনে একটি বড় রেকর্ড অপেক্ষা করছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আর মাত্র ২৩ রান করলেই প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছে যাবেন তিনি। অবসরের ঘোষণা দেওয়া পাকিস্তানের অধিনায়ক মিসবাহ্ ৫ হাজার রানের মাইলফলক থেকে ৪৯ রান দূরে রয়েছেন। এক সঙ্গে দুই তারকা ক্রিকেটারকে হারিয়ে চরম মূল্যই দিতে হবে পাকিস্তান দলকে। টেস্টে ইউনুস খানের অভিষেক হয়েছিল ২০০০ সালে। ১১৫ টেস্টে ৫৩.০৬ গড়ে করেছেন ৯৯৭৭ রান। সেঞ্চুরি করেছেন ৩৪টি। ইউনুস খানের সেরা ইনিংস ছিল ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩১৩ রান। পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। সর্বোচ্চ ৩৩৭ রান করেছেন হানিফ মোহাম্মদ, দ্বিতীয় সর্বোচ্চ ৩২৯ রান ইনজামামুল হকের।

সর্বশেষ খবর