রবিবার, ৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
নিরুত্তাপ বিওএর নির্বাচন

শাহেদ রেজা প্যানেলের জয়জয়কার

ক্রীড়া প্রতিবেদক

শাহেদ রেজা প্যানেলের জয়জয়কার

বিওএর নির্বাচনে প্যানেলের বাইরে কেউ জিততে পারবে না। এই ঘোষণা এসেছিল শাহেদ রেজা প্যানেলের প্রার্থীদের মুখ থেকে। গতকাল নির্বাচনে তাই দেখা গেল। প্যানেলের বাইরে থেকে যারা প্রার্থী হয়েছিলেন তারা কেউ জিততে পারেননি। সংরক্ষিত আসনে সহ-সভাপতি পদে মাহবুব আরা গিনি, অঞ্জন চৌধুরী পিন্টু, উপ-মহাসচিব পদে নজীব আহমেদ আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গতকাল সহ-সভাপতি পদে প্রার্থী ছিলেন শেখ বশির আহমেদ, বাদল রায়, নাজিম উদ্দিন চৌধুরী। তিনজনই জয়ী হয়েছেন। হেরে গেছেন সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মানু। উপ-মহাসচিব পদে জয়ী হয়েছেন আশিকুর রহমান মিকু ও আসাদুজ্জামান কোহিনুর। অপর প্রার্থী ইন্তেখাবুল হামিদ অপু হেরে যান। কোহিনুর এই প্রথমবারের মতো বিওএর উপ-মহাসচিব নির্বাচিত হলেন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন রাজিব উদ্দিন আহমেদ চপল। হেরে যান ইমতিয়াজ খান বাবুল। ইমতিয়াজ গত কমিটির উপ-মহাসচিব ছিলেন। নির্বাহী সদস্য পদ ২৩টি। সংরক্ষিত কোটায় একেএম শহিদ উল্লাহ, আশরাফ দাওলা, হামিদা বেগম, লে. কর্নেল ওসমান সারোয়ার, ওমর ফারুক (ক্রীড়া মন্ত্রণালয়), অশোক কুমার বিশ্বাস (সচিব জাতীয় ক্রীড়া পরিষদ) আগেই নির্বাচিত হন। গতকাল অলিম্পিকভুক্ত ফেডারেশনের ১৪ জন নির্বাচনে অংশ নেন। জয়ী হন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক, নুরুল ফজল বুলবুল, এমবি সাইদ, আমির হোসেন বাহার, মোহাম্মদ আলী দীন, তাবিউর রহমান, শওকত আলী খান জাহাঙ্গীর, এম,এ কুদ্দুস খান, একে সরকার, আবদুল রকিব মন্টু, মাহমুদুল হাসান রানা, খোরশেদ আলম, আহমেদুর রহমান বাবলু ও একেএম সেলিম। আঞ্চলিক অলিম্পিক অ্যাসোসিয়েশনের কোটায় জয়ী হন মোর্তদা রশিদী দারা, সিরাজউদ্দিন আলমগীর ও মাহমুদ জামান। উল্লেখ্য, সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল, মোহাম্মদ শফিউল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সৈয়দ শাহেদ রেজা মহাসচিব পদে নির্বাচিত হন।

সর্বশেষ খবর