শিরোনাম
সোমবার, ১০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

মাশরাফি মুশফিক একই ক্লাবে

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় দলের ক্রিকেটাররা প্রিমিয়ার ক্রিকেটের সবগুলো ম্যাচ খেলতে পারেন না। এই আফসোস ক্লাবগুলোর। যে কয়টি ম্যাচ খেলেন ক্রিকেটাররা, সেখানেও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন থাকে বেশ কয়েক ক্রিকেটারের বিপক্ষে। কিন্তু মুশফিকুর রহিমকে নিয়ে কোনো অভিযোগ নেই ক্লাবগুলোর। বরং মুখিয়ে থাকে মুশফিককে দলভুক্ত করতে। কারণ শতভাগের উপর উজার করে খেলেন মুশফিক। এবার খেলবেন লিজেন্ড অব রূপগঞ্জে (এলআরবি)। তার সঙ্গী টি-২০ ক্রিকেটকে বিদায় বলে দেশজুড়ে হৈ চৈ ফেলে দেওয়া মাশরাফি বিন মর্তুজা। দেশের দুই সেরা ক্রিকেটার এই প্রথম এক সঙ্গে ঘরোয়া ক্রিকেটে কোনো ক্লাবে খেলছেন। টেস্ট অধিনায়ক মনে করেন, মাশরাফির সঙ্গে খেলাটা স্মরণীয় হয়ে থাকবে আজীবন, ‘মাশরাফি ভাই ও আমি এই প্রথম এক সঙ্গে এক ক্লাবে খেলব। আমার বিশ্বাস মৌসুমটা স্মরণীয় হয়ে থাকবে।’ মুশফিকের নেতৃত্বেই বাংলাদেশ নিজেদের ১০০তম টেস্টে ঐতিহাসিক জয় পায়। কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস        লিখে টাইগাররা।

 ঐতিহাসিক জয়ে নেতৃত্ব দিয়ে ইতিহাসের সোনালি পাতায় চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডে তিন জাতির টুর্নামেন্ট (বাংলাদেশ, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড) এবং চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে প্রিমিয়ার ক্রিকেটকে প্রস্তুতি হিসেবে ধরে নিয়েছেন মুশফিক, ‘যে ক্লাবেই খেলি না কেন, প্রতি বছরই আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসী। এবারও ব্যতিক্রম হবে না। তার উপর সামনে আন্তর্জাতিক ক্রিকেট রযেছে। আমি প্রিমিয়ার ক্রিকেট খেলে প্রস্তুতিটা সেরে নিতে চাই।’       

সর্বশেষ খবর