সোমবার, ১০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সাকিববিহীন কলকাতার হার

ক্রীড়া ডেস্ক

সাকিববিহীন কলকাতার হার

আগের ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ধারণা করা হয়েছিল, দলের শক্তি বাড়াতে তারা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে মাঠে নামাবে। না আইপিএলে কাল কলকাতার সেরা একাদশে জায়গা হয়নি সাকিবের। শ্রীলঙ্কার সিরিজ শেষ করেই তিনি ছুটে যান আইপিএল খেলতে। সাকিব মাঠে না নামলেও ম্যাচ জয়ের উজ্জ্বল সম্ভাবনা ছিল কলকাতার। প্রথমে ব্যাট করতে নেমে তারা ৭ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে। পান্ডে অপরাজিত ৮১, লিওন ৩২, গম্ভীর ১৯ রান করেন। ১৭৯ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে মুম্বাই ইন্ডিয়ানস শুরুটা ভালোই করেছিল। প্যাটেল ও বাটলার জুটি ৬৫ রান যোগ করে। এরপর ৯৭ রানে দলের ৪ উইকেট পড়ে গেলে   ম্যাচ চলে আসে কলকাতার হাতে। এক সময় মনে হচ্ছিল শাহরুখের দল সহজভাবেই জিততে যাচ্ছে। কিন্তু ক্রিকেট অনিশ্চয়তার খেলা। মুম্বাই ১৯.৫ ওভারে হাতে ৪ উইকেট রেখে ১৮০ রান তুলে নাটকীয়ভাবে ম্যাচ জিতে নেয়। রানা সর্বোচ্চ ৫০ রান করেন। এদিকে দিনের প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ সহজ জয়ের মুখ দেখেছে। গুজরাট লায়ন্সকে তারা ৯ উইকেটে পরাজিত করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর