মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

তামিমের চোখ শিরোপায়

ক্রীড়া প্রতিবেদক

তামিমের চোখ শিরোপায়

প্রিমিয়ার ক্রিকেট লিগে এবার ঢাকা মোহামেডানের পক্ষে মাঠে নামবেন জাতীয় দলের তিন ক্রিকেটার তামিম ইকবাল, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। গতকাল তাদের সঙ্গে চুক্তি সম্পন্ন করে ক্লাবটি —বাংলাদেশ প্রতিদিন

ঢাকা প্রিমিয়ার লিগে গত আসরে আবাহনীর হয়ে খেলেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ধানমন্ডির দলটিকে চ্যাম্পিয়ন করেছেন। এবারের মৌসুমে তামিম যোগ দিয়েছেন মোহামেডানে। কয়েক বছর থেকে শিরোপা খরায় ভুখতে থাকা মতিঝিলের দলটিকে দেখাচ্ছে শিরোপার স্বপ্ন। তবে চ্যাম্পিয়ন হতে হলে ভালো পারফরম্যান্স করার পাশাপাশি ভাগ্যও বড় ফ্যাক্টর হয়ে যায় বলে মনে করেন তামিম। তিনি বলেন, ‘মোহামেডান বেশ কয়েক বছর চ্যাম্পিয়ন হয়নি। আমার কাছে মনে হয়, এবার যেভাবে দল গড়েছে ওনাদের (কর্তৃপক্ষ) তরফ থেকে সবকিছু ঠিক থাকলে, আমরা যদি ঠিকমতো পারফর্ম করি তাহলে হবে। তবে চ্যাম্পিয়নশিপ  এমন একটা জিনিস আপনি সেরা দল হলেও ভাগ্য না থাকলে হবে না। আমরা আশা করব ওই ভাগ্যটা থাকবে। আমি যে কটা ম্যাচ খেলব চেষ্টা করব সেরাটা দেওয়ার। আমি যখন থাকব না, যারা থাকবে তারাও তাদের সেরাটি দিতে চেষ্টা করবে। আমরা সেরাটি দিলে ফলাফল যা হবে আমি নিশ্চিত সবাই তা মেনে নেবে।’

অন্য দলে খেলার চেয়ে আবাহনী কিংবা মোহামেডানে খেললে বেশি চাপ থাকে। তামিম বলেন, ‘আমরা সাবাই জানি আবাহনী- মোহামেডান ঐতিহ্যবাহী দল। তাদের সমর্থকও বেশি। প্লেয়াররাও এই দুই দলেই বেশি খেলতে চায়। তাই এই দলে খেলাও অনেক চ্যালেঞ্জের ব্যাপার। কারণ চাপ অনেক বেশি থাকে।’

এবারের আসরে তামিমের সঙ্গে মোহামেডানে নাম লিখিয়েছেন দুই তারকা স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। দুই স্পিনার সম্পর্কে তামিম বলেন, ‘ওরা দুই জনই খুব ভালো স্পিনার। যেভাবে ওরা আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছে ওদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। কিন্তু এ ব্যাপারটি ওরাও জানে যে আন্তর্জাতিক ক্রিকেটে শুরুটা খুবই সহজ। কারণ আপনাকে কেউই ফলো করে না। কিন্তু আপনি যখন সফলতা পাওয়া শুরু করে তখন মানুষ আপনাকে নোটিস করা শুরু করবে। তারপরেই শুরু হয় কঠিন অধ্যায়। ওরা যদি ওই কষ্টের জন্য প্রস্তুত থাকে তাহলে ভালো করবে।’

জাতীয় দলের ক্রিকেটাররা অংশ নিলে লিগে আকর্ষণ বেড়ে যায়। তামিম বলেন, ‘লিগে যখন জাতীয় দলের খেলোয়াড়রা খেলেন তখন লিগের আকর্ষণটা অবশ্যই বেশি থাকে। আমি মনে করি প্রিমিয়ার লিগ বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ লিগগুলোর মধ্যে একটি। এর মান অনেক উঁচু। আমি আশা করব ভালো ক্রিকেট খেলে এর মান আমরা আরও এগিয়ে নিয়ে যাব।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর