মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সৌরভ না শ্রীনিবাসন

আইসিসি সভায় ভারতের প্রতিনিধি

ক্রীড়া ডেস্ক

সৌরভ না শ্রীনিবাসন

সৌরভ, শ্রীনিবাসন

পুরো ভারত এখন আইপিএল নিয়ে ব্যস্ত। এরই মধ্যে আবার ভারতীয় ক্রিকেটে চলছে অন্যরকম উত্তেজনা। আইসিসির সভায় কে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষে প্রতিনিধিত্ব করবেন এ নিয়ে শুরু হয়ে গেছে নানা গুঞ্জন। দুজনার নামই শোনা যাচ্ছে। বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান সৌরভ গাঙ্গুলী ও বিতর্কিত সংগঠক শ্রীনিবাসনকে নিয়ে চলছে আলোচনা। একপক্ষ বলছে আইসিসি সভায় শ্রীনিকেই মানায়। কিন্তু বসে নেই সৌরভের লোকজন। তারা চাচ্ছে ভারতীয় প্রতিনিধি হিসেবে আইসিসির সভায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভকে দেখতে। এতে করে ভারতীয় ক্রিকেটের ভাবমূর্তি বাড়বে। তারা কোনো অবস্থায় চান না বিতর্কিত ব্যক্তি শ্রীনিবাসন আইসিসির সভায় যাক। শ্রীনি বিরোধী সাবেক বিসিসিআই প্রধান অনুরাগ ঠাকুরই চাইছেন যাতে শ্রীনির নাম কোনোভাবেই মনোনয়ন করা না হয়। বিস্ময়ের বিষয় আরও আছে। এ নিয়ে নাকি ডাবল রুল প্লে করছেন অনুরাগ! কয়েক মাস আগে যখন সুপ্রিম কোর্ট বিসিসিআইকে প্রতিনিধি নির্বাচনের বিষয়টি জানায়, তখন এই ঠাকুরই শ্রীনিবাসনের নাম প্রস্তাব করেছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে তিনি আবার সুর পাল্টান।

এ প্রসঙ্গে রাজ্য সংস্থার একজন জানিয়েছেন, সৌরভের সঙ্গে আমাদের কথা হয়েছে। শ্রীনিবাসনের জায়গায় তার নাম প্রস্তাব করার কথা ছিল। আরও অনেকে এ ব্যাপারে সমর্থনও দেন। কিন্তু সব কিছু হওয়ার আগে এবারের সভা বাতিল করা হয়। তবে শ্রীনি ইস্যুতে সেই ২০১৩ সালের দিকে ফিরে যাওয়াটা ঠিক হবে না। তাতেও বসে থাকছেন না শ্রীনিবাসন। তিনি প্রত্যেক রাজ্য সংস্থার কাছে নিজের সমর্থন চাইতে আলাদাভাবে কথা বলছেন। যাতে করে আইসিসির আসন্ন সভায় ভারতের পক্ষ থেকে তার নাম পাঠানো হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর