বুধবার, ১২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বায়ার্নের মাঠে রিয়ালের পরীক্ষা

ক্রীড়া ডেস্ক

বায়ার্নের মাঠে রিয়ালের পরীক্ষা

রিয়াল মাদ্রিদের বিপক্ষে কঠিন পরীক্ষা বায়ার্ন মিউনিখের। অনুশীলনের ফাঁকে হাস্যরসে মেতেছেন বায়ার্ন তারকারা —এএফপি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের দীর্ঘদিনের শিরোপা খরা ঘুচিয়েছিলেন ইতালিয়ান কোচ কার্লো আনসেলত্তি। লা ডেসিমা জিতেছিল লস ব্ল্যাঙ্কোসরা তার অধীনেই। সেই কার্লো আনসেলত্তিই এবার রিয়াল মাদ্রিদের কঠিন প্রতিপক্ষ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আবারও দেখা হচ্ছে দুই পুরনো প্রতিদ্বন্দ্বীর। আজ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ খেলতে বায়ার্ন মিউনিখের আতিথ্য বরণ করছে রিয়াল মাদ্রিদ। অন্য কোয়ার্টার ফাইনালে ভিসেন্ট ক্যালডেরনে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিস্টার সিটি।

বায়ার্ন মিউনিখ বেশ কঠিন দল রিয়াল মাদ্রিদের জন্য। অতীতে ব্যভারিয়ানদের কাছে বার বার মার খেয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। তবে সাম্প্রতিক লড়াইগুলোতে রিয়াল মাদ্রিদ এককভাবেই আধিপত্য বিস্তার করেছে। গত পাঁচ ম্যাচের চারটাতেই জিতেছে রিয়াল মাদ্রিদ। একটাতে জিতেছে বায়ার্ন মিউনিখ। তবে সবমিলিয়ে ২১ ম্যাচের ১১টিতেই জিতেছে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে রিয়াল মাদ্রিদ জিতেছে ৮টি। এই রেকর্ড নিয়েই আজ অ্যালাইঞ্জ অ্যারিনাতে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখের। চলতি মৌসুমটা দারুণ কাটছে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদের। একের পর এক জয়ে রেকর্ড গড়ে চলেছেন রোনালদোরা। কিন্তু কঠিন সময়টা সামনে এসেছে জিদানের দলের। অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে গত ম্যাচে ১-১ গোলে ড্র করেছে তারা। এরই মধ্যে বায়ার্ন মিউনিখ ম্যাচ উপস্থিত। এরপরও স্বস্তি হবে না জিদানের শিষ্যদের। আগামী সপ্তাহেই আবারও বায়ার্নের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। পরের সপ্তাহে দেখা হবে চীর প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে। এই অবস্থায় রিয়াল মাদ্রিদকে কঠিন এক পরিস্থিতিরই মোকাবিলা করতে হচ্ছে। তবে স্প্যানিশ জায়ান্টদের মোটেও হালকা করে দেখছে না বায়ার্ন মিউনিখ। অধিনায়ক ফিলিপ লাম তো বলেই দিয়েছেন, ‘এটা কোয়ার্টার ফাইনাল হলেও আমাদের জন্য ফাইনালই। কারণ, রিয়াল মাদ্রিদ খুবই কঠিন এক প্রতিপক্ষ। আমাদেরকে নিজেদের সর্বোচ্চ ফুটবলটাই খেলতে হবে।’ ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পেপ গার্ডিওলার বায়ার্ন মিউনিখকে দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল রিয়াল মাদ্রিদ। সেই দলের সদস্য আরিয়েন রোবেন বলছেন, ‘আমরা ম্যাচের প্রথম মিনিট থেকেই ঘোষণা করতে চাই, ম্যাচটা আমরা জিতব।’ মিউনিখে নাকি এখন এই ম্যাচটা নিয়েই আলোচনা চলছে। বায়ার্ন মিউনিখের প্রতিটা ফুটবলারই ম্যাচ জয়ের জন্য মুখিয়ে আছে। অন্যদিকে জিনেদিন জিদান দিন কয়েক আগেই বলেছেন, লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জিততে মরিয়া রিয়াল মাদ্রিদ। এর জন্য নাকি যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে রাজি তার দল।

সর্বশেষ খবর