বুধবার, ১২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

আর্জেন্টিনার কোচ বরখাস্ত

ক্রীড়া ডেস্ক

আর্জেন্টিনার মতো একটা দলের বিশ্বকাপ খেলা অনিশ্চিত হয়ে পড়লে কোচের অবস্থা এমনটা হওয়াই স্বাভাবিক। তবে এ যেন বিনা মেঘে বজ্রপাতের মতো ঘটনা। এডগার্ডো বাউজাকে কোনো সুযোগই দেওয়া হলো না। বাউজার অধীনে আট ম্যাচ খেলে আর্জেন্টিনা জিতেছে তিনটি, হেরেছে তিনটি এবং ড্র করেছে দুইটি। এই রেকর্ড ফিফা র‌্যাঙ্কিংয়ে এই সেদিনও শীর্ষে থাকা আর্জেন্টিনার সঙ্গে ঠিক মানায় না। এ কারণেই বরখাস্ত হলেন এডগার্ডো বাউজা। এক বছরও টিকতে পারলেন না তিনি।  সোমবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বাউজাকে বরখাস্তের কথা ঘোষণা করে।  কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হেরে যাওয়ার পর জেরার্ডো মার্টিনো সরে দাঁড়ালে গত আগস্টে দায়িত্ব পেয়েছিলেন ৫৯ বছর বয়সী বাউজা। এক লিওনেল মেসিকে জাতীয় দলে ফেরানো ছাড়া আর কোনো কৃতিত্ব দেখাতে পারেননি নতুন এ কোচ। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে চার ম্যাচ বাকি থাকতে এখন পঞ্চম স্থানে থাকায় সরাসরি বিশ্বকাপে না খেলতে পারার শঙ্কায় তারা।

সর্বশেষ খবর