বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বোমা হামলায় মাঠের বাইরে বারট্রা

ক্রীড়া ডেস্ক

বোমা হামলায় মাঠের বাইরে বারট্রা

ডর্টমুন্ডের এ বাসেই বোমা বিস্ফোরণ ঘটে —এএফপি

জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ডের টিম বাসে তিনটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে গত মঙ্গলবার। ঘরের মাঠে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ক্লাব মোনাকোর বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ খেলতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এক সংবাদ সম্মেলনে ডর্টমুন্ড পুলিশের প্রধান এই ঘটনাকে খেলোয়াড়দের উপর পরিকল্পিত আক্রমণ বলে অভিযোগ করেছেন। এ হামলায় স্প্যানিশ ফুটবলার মার্ক বারট্রার হাত ভেঙে গেছে। তার অস্ত্রোপচার হয়েছে। তিনি বেশকয়টি ম্যাচ খেলতে পারবেন না। তবে অন্য কোনো ফুটবলার আহত হয়নি। এদিকে এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে ডর্টমুন্ড পুলিশ। ঘটনাস্থলে পাওয়া একটি চিরকুটকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে তারা। এ হামলার ঘটনায় ডর্টমুন্ড-মোনাকো ম্যাচ একদিনের জন্য স্থগিত রাখা হয়।

সর্বশেষ খবর