বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

চ্যাম্পিয়ন্স ট্রফির শুভেচ্ছা দূত হাবিবুল বাশার

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়ন্স ট্রফির শুভেচ্ছা দূত হাবিবুল বাশার

বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের অধিনায়ক। বাংলাদেশের প্রথম হাফ সেঞ্চুরিয়ান এবং টেস্ট ক্রিকেটে দেশের প্রথম তিন হাজার ক্লাবের সদস্য হাবিবুল বাশার সুমন। এবার তার সাফল্যের ট্রফিতে আরও একটি সোনালি পালক যুক্ত হলো। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে চ্যাম্পিয়ন্স ক্রিকেটের শুভেচ্ছা দূত হয়েছেন বাশার। বিশ্বকাপ ক্রিকেটের পর চ্যাম্পিয়ন্স ট্রফি সবচেয়ে বড় টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হিসেবে হাবিবুল বাশারের নাম ঘোষণা করেছে আইসিসি। তার সঙ্গে অংশগ্রহণকারী বাকি সাত শুভেচ্ছা দূত ভারতের হরভজন সিং, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, স্বাগতিক ইংল্যান্ডের ইয়ান বেল, নিউজিল্যান্ডের শেন বন্ড, দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ, অস্ট্রেলিয়ার মাইক হাসি ও পাকিস্তানের শহীদ আফ্রিদি। ১ জুন চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু। তার ৫০ দিন আগে শুভেচ্ছা দূতদের নাম ঘোষণা করে আইসিসি। এটা জীবনের অনেক বড় প্রাপ্তি বলেন বাশার, ‘মানুষের জীবনে অনেক প্রাপ্তি থাকে। তার মধ্যে কিছু কিছু একেবারেই আলাদা। চ্যাম্পিয়ন্স ট্রফির শুভেচ্ছা দূত করায় নিজেকে সম্মানিত ভাবছি।’ শুভেচ্ছা দূত হিসেবে তিনি বাকি সাত ক্রিকেটারের সঙ্গে আইসিসিরি যাবতীয় কার্যক্রমে অংশ নিবেন। তবে কবে থেকে কাজ শুরু হবে, সেটা এখনো জানেন না বাশার। আট শুভেচ্ছা দূতের যাবতীয় ব্যয়ভার বহন করবে আইসিসি।

সর্বশেষ খবর