শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

জয়ে লিগ শুরু শেখ জামালের

ক্রীড়া প্রতিবেদক

জয়ে লিগ শুরু শেখ জামালের

এবার শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই প্রিমিয়ার ক্রিকেট লিগে মাঠে নেমেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গতকাল নুরুল হাসান সোহানের অনবদ্য ব্যাটিংয়ে জয় দিয়ে লিগ শুরু করেছে জনপ্রিয় দলটি —বাংলাদেশ প্রতিদিন

মাশরাফি, মুশফিক, সাকিব, তামিমদের মতো বড় কোনো তারকা ক্রিকেটার নেই দলে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের তারকা ক্রিকেটার বলতে জাতীয় দলের ইমরুল কায়েশ ও নুরুল হাসান সোহান। অবশ্য আবদুর রাজ্জাক রাজ, ইলিয়াস সানি, শাহাদাত হোসেন রাজীব, রাজিন সালেহদের মতো অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন। যাদের অভিজ্ঞতায় বহু ক্লাব তীরে তরী ভিড়িয়েছে। শিরোপার সন্ধানে এবার জুনিয়র ও সিনিয়র ক্রিকেটারদের নিয়ে দল গড়েছে শেখ জামাল। ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেটে নারায়ণগঞ্জ ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শেখ জামাল শুভসূচনা করেছে মতিঝিলপাড়ার দল ভিক্টোরিয়াকে ২ উইকেটে হারিয়ে। তবে ব্যবধান আরও বড় হতে পারত। যদি না চার বলের ব্যবধানে সোহান ও সোহাগ গাজী সাজঘরে ফিরতেন। ধানমন্ডিপাড়ার দলটির জয়ের নায়ক উইকেটরক্ষক ব্যাটসম্যান সোহানের ব্যাট থেকে বেরিয়েছে ঝকঝকে ৮০ রানের ইনিংস। একই দিন শিরোপাপ্রত্যাশী মোহামেডানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে গাজী গ্রুপ। গাজীর জয়ের নায়ক জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটার নাসির হোসেন খেলেছেন সেঞ্চুরির ইনিংস।

ফতুল্লা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ভিক্টোরিয়া। প্রথম ওভারের পঞ্চম বলে আঘাত হানেন জাতীয় দলের সাবেক পেসার রাজিব। এরপর দুই স্পিনার রাজ্জাক রাজ ও সোহাগ গাজীর জোরাল আক্রমণে ৪৮.২ ওভারে ২০৯ রানে গুটিয়ে যায় ভিক্টোরিয়ার ইনিংস। দলটির পক্ষে সর্বোচ্চ ৮৮ রান করেন উত্তম সরকার। তার ইনিংসটি সাজানো ছিল ১০২ বলে ৫ চার ও ৩ ছক্কায়। অভিজ্ঞ রাজ্জাক রাজ ১০ ওভারের স্পেলে ২৯ রানের খরচে উইকেট নেন ৪টি। সোহাগ ৩ উইকেট নেন ২৯ রানে। ২১০ রানের টার্গেটে খেলতে নেমে দুই ওপেনার ফজলে রাব্বি ও মাহাবুবুল করিম ৩৯ রানের ভিত দেন। রাব্বি ২৬ ও মাহাবুবুল ১৬ রান করলেও ব্যর্থ হন ইমরুল। সাজঘরে ফেরেন মাত্র ৮ রানের ইনিংস খেলে। ৫৫ রানে ৩ উইকেট হারিয়ে দল যখন সংকটে তখন হাল ধরেন বর্ষীয়ান রাজিন সালেহ ও ম্যাচসেরা নুরুল হাসান চতুর্থ উইকেট জুটিতে ৬৬ রান যোগ করেন ১৪ ওভারে। রাজিন ৩২ রান করেন। সোহান ৮০ রানের ইনিংস খেলে দলের জয় যখন নিশ্চিত, তখন সাজঘরে ফেরেন ৪৯ ওভারের তৃতীয় বলে। ৯৪ বলের ইনিংসটিতে ছিল ৫টি চার ও ১টি ছক্কা। নিউজিল্যান্ডে হঠাৎ খেলার সুযোগ পাওয়া তানভীর হায়দার ৩১ রানের ইনিংস খেললে জয় পেতে কোনো অসুবিধা হয়নি শেখ জামালের। ১৭ এপ্রিল বিকেএসপিতে শেখ জামাল খেলবে লিজেন্ড অব রূপগঞ্জের বিপক্ষে।

মোহামেডানে শেষ মুহূর্তে নাম লিখে চমকে দেন তামিম ইকবাল। কিন্তু গতকাল খেলেননি। বাঁ হাতি ওপেনারের অনুপস্থিতিতে মতিঝিলপাড়ার দলটি বড় ব্যবধানে হেরেছে গাজী গ্রুপের কাছে। বিকেএসপিতে গাজীকে ৭ উইকেট বড় জয় উপহার দেন জাতীয় দলে উপেক্ষিত ক্রিকেটার নাসির। ইমার্জিং এশিয়া কাপে অলরাউন্ডিং পারফরম্যান্স করেছেন তিনি। সেঞ্চুরির পাশাপাশি উইকেট নিয়েছেন। বিসিএলে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। সেই ধারাবাহিকতায় গতকাল সেঞ্চুরি করেন মোহামেডানের বিপক্ষে। তার সেঞ্চুরিতেই ১৩ ওভার হাতে রেখে জয় পায় গাজী। প্রথমে ব্যাটিং করে মোহামেডান ৫০ ওভারে ৮ উইকেটে ২২০ রান করে। দলটির পক্ষে সর্বোচ্চ ৭৮ রান করেন আফগানিস্তানের অলরাউন্ডার রহমত শাহ। মেহেদী হাসান মিরাজ খেলেন ৫২ রানের ইনিংস। ২২১ রানের টার্গেটে খেলতে নেমে ভারতীয় ব্যাটসম্যান পারভেজ রসুলকে নিয়ে হার না মানা ১৪৪ রানের জুটি গড়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন নাসির। ম্যাচসেরা নাসির ১০৬ রানের অপরাজিত ইনিংসটি খেলেন ১০৬ বলে। যাতে ছিল ৯টি চার ও ৫টি ছক্কা। এ ছাড়া পারভেজ রসুল ৫৩ রানে অপরাজিত থাকেন এবং এনামুল হক বিজয় করেন ৫৪ রান।

সংক্ষিপ্ত স্কোর

ভিক্টোরিয়া স্পোর্টিং : ২০৯/১০, ৪৮.২ ওভার (নাসিরুদ্দিন ফারুক ৪৪, হৃদয় ১৯, উত্তম সরকার ৮৮, মাহবুব ১৯, মোহাইমিনুল ২৩। আবদুর রাজ্জাক রাজ ৪/২৯, সোহাগ গাজী ৩/২৯, শাহাদাত রাজীব ১/৩৫, জিয়াউর রহমান ১/২৭, ফজলে রাব্বি ১/৩২)।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব : ২১০/৮, ৪৯.২ ওভার (ফজলে রাব্বি ২৬, মাহাবুবুল করিম ১৬, রাজিন সালেহ ৩২, নুরুল হাসান সোহান ৮০, তানভির হায়দার ৩১। মাহাবুবুল আলম ১/২৩, মনির হাসান ৩/৩৬, আরাফাত সানি জুনিয়র ২/৪৪)।

ফল : শেখ জামাল ২ উইকেটে জয়ী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর