শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

রোনালদোর সেঞ্চুরিতে সেমির পথে রিয়াল

ক্রীড়া ডেস্ক

রোনালদোর সেঞ্চুরিতে সেমির পথে রিয়াল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সাত মাসের গোলখরা কাটালেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ এই তারকার ডাবলেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের মাঠ থেকে দারুণ জয় নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। অ্যালাইঞ্জ অ্যারিনায় কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলের এই জয় নিয়ে বাড়ি ফিরে জিনেদিন জিদানের দল। ভিডালের দারুণ হেডে ম্যাচের ২৫তম মিনিটেই এগিয়ে বায়ার্ন মিউনিখ। তবে বিরতির আগেই ব্যবধান দ্বিগুণ করতে পারতো স্বাগতিকরা। ফ্র্যাঙ্ক রিবেরির শট দানি কারভাহালের বুকে লাগলেও হ্যান্ডবলের বাঁশি বাজিয়ে পেনাল্টির নির্দেশ দিয়েছিলেন রেফারি। অবশ্য পেনাল্টি থেকে গোল করতে পারেননি চিলিয়ান মিডফিল্ডার ভিডাল। বিরতির পর পরই রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরান রোনালদো। ডান দিক থেকে কারভাহালের নিখুঁত ক্রসে ডান পায়ে দারুণ এক শটে বল জালে পাঠিয়ে দীর্ঘ গোলখরা কাটান তিনি। গত সেপ্টেম্বরের পর চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোল পেলেন রোনালদো। সময়ের হিসেবে মাঠে প্রায় ১১ ঘণ্টা অপেক্ষার পর! ম্যাচে রিয়াল মাদ্রিদ একক আধিপত্য বিস্তার করে এক ঘণ্টা পর। মাঝ মাঠে রোনালদোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জাভি মার্টিনেজ। ১০ জনের দলে পরিণত হওয়া স্বাগতিকরা এরপর আর রিয়ালকে ঠেকিয়ে রাখতে পারেনি। গোলরক্ষক মানুয়েল নয়ার দুর্দান্ত কয়েকটি সেভ করলেও শেষ পর্যন্ত রোনালদোর দ্বিতীয় গোলে হার মানতে হয় কার্লো আনচেলত্তির দলকে। ৭৭তম মিনিটে চ্যাম্পিয়ন্স লিগে রোনালদো ৯৭তম গোলটি করেন। এর মধ্য দিয়েই উয়েফার ক্লাব প্রতিযোগিতায় সব মিলিয়ে পূর্ণ করেন গোলের শতক। রিয়াল অধিনায়ক রামোসের শেষদিকের একটা গোল অফসাইডের কারণে বাতিল হয়।

গোলের শতক পূর্ণ করে ম্যাচ শেষ হতেই ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়েছেন, ‘আমি দারুণ খুশি। এই রেকর্ডটি গড়তে চেয়েছিলাম। এটা করতে পারাটা সম্মানের।’ রোনালদো এ অর্জনের জন্য সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন। ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এ পর্তুগিজ তারকা।

সর্বশেষ খবর