শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

মোহামেডানের দায়িত্বে মোহামেডানের লোক

ক্রীড়া প্রতিবেদক

আসন্ন ফুটবল মৌসুমে কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছিল আবদুল কাইয়ুম সেন্টুকে। কিন্তু হঠাৎ করে মোহামেডান সিদ্ধান্ত পাল্টিয়ে ফেলে। এ বছরটিকে তারা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে। ফুটবলে মোটামুটি শক্তিশালী দলও গড়েছে। প্রয়োজন দেখা দেয় অভিজ্ঞ এক কোচের। মোহামেডান চাচ্ছিল ইরান বা ইরাক থেকে কাউকে আনতে। কিন্তু সে মানের কোচ খুঁজে না পাওয়ায় ক্লাব বেছে নেয় সৈয়দ নইমুদ্দিনকে। ভারতীয় ফুটবলের সাবেক এই তারকা ঢাকার মাঠেও কম পরিচিত নন। দীর্ঘ সময়ে ব্রাদার্স ইউনিয়নের প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। বছর দশেক আগে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব পালন করেন। নইমুদ্দিনকে মূলত মোহামেডানের ঘরের লোকই বলা যায়। কলকাতার বিখ্যাত মোহামেডানের হয়ে দীর্ঘ সময় খেলেছেন। ১৯৮০ সালে তারই নেতৃত্বে কলকাতা মোহামেডান শেষবারের মতো চ্যাম্পিয়ন হয়। তারই অফারে ৯০ দশকে ঢাকা মোহামেডানের বেশ কজন ফুটবলার কলকাতা মোহামেডানের হয়ে খেলে আসেন। সেই নইমুদ্দিন এবার ঢাকা মোহামেডানের কোচ হচ্ছেন। সব কিছুই চূড়ান্ত হয়ে গেছে। মঙ্গলবার ঢাকা আসার কথা। নইমুদ্দিন এলেই শুরু হয়ে যাবে ফুটবলে মোহামেডানের প্রস্তুতি। আগামী সপ্তাহেই তারা দলবদলের কাজ সম্পন্ন করবে। দেখা যাক নইমুদ্দিন মোহামেডানকে সাফল্য এনে দিতে পারেন কি না।

সর্বশেষ খবর