রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

মেসির শাস্তি কমাতে মরিয়া আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

মেসির শাস্তি কমাতে মরিয়া আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইপর্বে খুব বাজে অবস্থায় আছে আর্জেন্টিনা। ল্যাটিন অঞ্চলের পয়েন্ট তালিকায় তারা পঞ্চমে অবস্থান করছে। সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করার জন্য শীর্ষ চারে থাকতে হবে আলবেসিলেস্তদের। কিন্তু লিওনেল মেসির উপর চার ম্যাচের নিষেধাজ্ঞা থাকায় বেশ বিপদে আছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অধিনায়কের শাস্তি কমাতে মরিয়া হয়ে উঠেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। আগামী ৪ মে লিওনেল মেসির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দিবে ফিফা। এজন্য আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মেসির সঙ্গে বুঝাপড়া করতে স্পেনে আসছেন বলে খবর রটেছে। তিনি বলেন, ‘এখন এএফএ’র কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মেসি। তার সঙ্গে নিষেধাজ্ঞার ব্যাপারে কথা বলতে চাই আমি।’ মেসিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিবে ফিফা। তার সঙ্গে থাকবে আর্জেন্টাইন আইনজীবীরাও। দেখা যাক, মেসির শাস্তি কমায় কী না ফিফা! বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ম্যাচে রেফারি সম্পর্কে কটূক্তি করায় চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল মেসিকে। এর ফলে বলিভিয়া ম্যাচে খেলতে পারেননি তিনি। সেই ম্যাচে আর্জেন্টিনা হেরেছে ২-০ গোলে। এদিকে ফিফার এই সিদ্ধান্তে অবাক হয়েছে ফুটবল দুনিয়া। ম্যারাডোনা থেকে শুরু করে প্রায় সবাই এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার আরও চারটি ম্যাচ রয়েছে। এর মধ্যে উরুগুয়ে, ভেনেজুয়েলা, পেরু ও ইকুয়েডরের সঙ্গে খেলবে আলবেসিলেস্তরা। প্রতিটা ম্যাচই আর্জেন্টিনার জন্য সমান গুরুত্বপূর্ণ। সরাসরি বিশ্বকাপের চূড়ান্তপর্ব নিশ্চিত করার জন্য জয়ের কোনো বিকল্প নেই তাদের সামনে।

সর্বশেষ খবর