সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

শেখ জামালের প্রতিপক্ষ লিজেন্ড অব রূপগঞ্জ

ক্রীড়া প্রতিবেদক

শেখ জামালের প্রতিপক্ষ লিজেন্ড অব রূপগঞ্জ

প্রিমিয়ার ক্রিকেটের প্রথম পর্বে অঘটন ঘটেনি বলা যায়। যদিও শিরোপা প্রত্যাশী মোহামেডান হেরেছে। তবে মতিঝিল পাড়ার দলটিকে বেশ বড় ব্যবধানে হারিয়েছে আরেক শিরোপা প্রত্যাশী গাজী গ্রুপ। ফলে কোনোভাবেই অঘটন বলা যাবে না ম্যাচের ফলকে। ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেটের প্রথম পর্বে এটাই ছিল শক্তিমত্তার বিচারে বড় ম্যাচ। এছাড়া শক্তির ভারসাম্য অনুযায়ী জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী, প্রাইম দোলেশ্বর ও প্রাইম ব্যাংক। আজ মাঠে গড়াচ্ছে দ্বিতীয় পর্বের ম্যাচগুলো। এই পর্বে দুই শিরোপা প্রত্যাশী এগিয়ে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে বিকেএসপি-৪ নম্বর মাঠে। ইমরুল কায়েস, আব্দুর রাজ্জাক রাজের শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রতিপক্ষ মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজার লিজেন্ড অব রূপগঞ্জ।  বিকেএসপি-৩ নম্বর মাঠে আবাহনীর প্রতিপক্ষ পারটেক্স এবং নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামে খেলবে প্রাইম দোলেশ্বর-ব্রাদার্স ইউনিয়ন।

প্রথমপর্বে জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটারই পারফর্ম করেছেন। যদিও আইপিএল নিয়ে ব্যস্ত থাকায় প্রিমিয়ার ক্রিকেটে খেলছেন না দেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। বিশেষ কমিশনে সাকিবকে দলভুক্ত করেছে গাজী গ্রুপ এবং মুস্তাফিজকে নেয়নি কোনো দল। এছাড়া প্রথম পর্বে মোহামেডানের পক্ষে খেলতে নামেননি তামিম ইকবাল। দ্বিতীয় পর্বে হয়তো খেলবেন। সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সফর শেষে জাতীয় তারকারা বেশ ভালো ফর্মেই আছেন। সেঞ্চুরি করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। সেঞ্চুরি করেছেন জাতীয় দলে সুযোগ না পাওয়া নাসির হোসেনও। এছাড়া হাফসেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজরা। ভালো বোলিং করেছেন মাশরাফি, রুবেল হোসেনরা। ফতুল্লা স্টেডিয়ামে লিগের প্রথম ম্যাচে শেখ জামাল ২ উইকেটে হারায় ভিক্টোরিয়াকে। জাতীয় দলের দুই সাবেক ক্রিকেটার রাজ্জাক রাজ ও সোহাগ গাজীর ঘূর্ণিতে গুটিয়ে গিয়েছিল মতিঝিল পাড়ার দলটি ২০৯ রানে। রাজ্জাক ২৯ রানে ৪টি ও সোহাগ ২৯ রানের খরচে নিয়েছিলেন ৩ উইকেট। ২১০ রানের টার্গেটে খেলতে নেমে জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের দুর্দান্ত ব্যাটিংয়ে শুভ সূচনা করে শেখ জামাল। ম্যাচসেরা সোহানের ব্যাট থেকে বেরোয় ৮০ রানের ঝকঝকে ইনিংস। লিজেন্ড অব রূপগঞ্জ নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্সকে হারায় ৪ উইকেটে। ব্রাদার্স প্রথমে ব্যাট করে ২০৬ রান করে। টি-২০ থেকে সদ্য অবসর নেওয়া মাশরাফি ২ উইকেট নেন ২৮ রানের খরচে। ২০৭ রানের টার্গেটে খেলতে নেমে টেস্ট অধিনায়ক মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ে ২৩ বল হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে রূপগঞ্জ। মুশফিকের ব্যাট থেকে বেরোয় ৭৫ রানের ইনিংস।

সর্বশেষ খবর