সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

মেসি জাদুতে বার্সার স্বস্তি

ক্রীড়া ডেস্ক

মেসি জাদুতে বার্সার স্বস্তি

আবারও মিরাক্যাল কিছু ঘটাতে হবে বার্সেলোনাকে। আবারও জাদু দেখাতে হবে মেসি, নেইমার, সুয়ারেজদের। ফের অন্য গ্রহের ফুটবল খেলতে হবে কাতালানদের। তাহলেই জুভেন্টাসকে টপকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলবে বিশ্বের অন্যতম সেরা দল বার্সেলোনা। জুভেন্টাসের বিপক্ষে আরও একটি ঐতিহাসিক ফলাফলের আগে নিজেদের বেশ ভালোভাবেই ঝালিয়ে নিলেন মেসিরা। লা লিগায় পরশু রাতে ৩-২ গোলে  রিয়াল সোসিদাদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আত্মবিশ্বাসের পারদটাকে চড়িয়ে নিল। একই সঙ্গে টিকে থাকলো লা লিগার শিরোপা লড়াইয়ে। অবশ্য চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার আরেক শিরোপা প্রত্যাশী রিয়াল মাদ্রিদও জয় পেয়েছে। ইসকনের জোড়া গোলে ৩-২ গোলে হারিয়েছে স্পোর্টিং গিজনকে। জুভেন্টাসের বিপক্ষে হারের আগে লা লিগায় হেরেছিল মালাগার বিপক্ষে। দুই ম্যাচেই গোলের দেখা পাননি দলের সেরা তারকা মেসি। সোসিদাদের বিপক্ষে কষ্টার্জিত জয়ের ম্যাচের নায়ক মেসিই। নিজে করেছেন দুই গোল এবং বাকি গোলের কারিগরও তিনি। জোড়া গোলে বার্সার জার্সিতে এখন মেসির গোল সংখ্যা ৪৯৮। মেসি জাদু শুরু ১৭ মিনিটে। পাঁচবারের বিশ্বসেরা ফুটবলার অসাধারণ এক গোল করেন (১-০)। আলকাসেরের বাড়ানো বল ধরে সুয়ারেজ এগিয়ে দেন ফাঁকায় দাঁড়ানো মেসিকে। দলীয় অধিনায়ক বক্সের বেশ বাইরে থেকে জোরালো শটে উচ্ছ্বাসে ভাসান দলীয় সমর্থকদেরকে। ৩৭ মিনিটে গোল সংখ্যা দ্বিগুণ করেন আর্জেন্টাইন তারকা (২-০)। বক্সের ভিতর থেকে সুয়ারেজের শট ঠেকিয়ে সোসিয়েদাদের গোলরক্ষক রুই। বল ফিরে আসে মেসির পায়ে এবং কালক্ষেপণ না করেই বল জালে পাঠিয়ে দেন তিনি। লিগে এটা মেসির ২৯ নম্বর গোল। দুই গোলে এগিয়ে যাওয়ার পর মনে হচ্ছিল বড় জয় পেতে যাচ্ছে বার্সেলোনা। ৪২ থেকে ৪৫ মিনিটের মধ্যে আরও তিন গোল হয় ম্যাচে। দুই গোলে পিছিয়ে থাকা সোসিদাদ ভাগ্যগুণে গোল পায়। বার্সার রক্ষণভাগের স্যামুয়েল উমতিতি নিজেদের জালে বল ঢুকিয়ে ব্যবধান করে ১-২। ৪৪ মিনিটে ব্যবধান ৩-১ করে নেয় বার্সেলোনা আলকাসের গোলে। পর মিনিটেই ব্যবধান আবারও কমিয়ে নেয় সোসিদাদ। জাবি প্রিয়েতা ঠাণ্ডা মাথায় গোল ব্যবধান ২-৩ করেন। ওই গোলের পরপরই বিরতির বাঁশি বাজে। দ্বিতীয়ার্ধে অবশ্য আর কোনো গোল হয়নি। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা। জয়ের ফলে বার্সেলোনার পয়েন্ট ৩২ ম্যাচে ৭২। স্পোর্টিং গিজনকে হারানো রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩১ ম্যাচে ৭৫।   সোসিদাদের বিপক্ষে জয় পেয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে বার্সেলোনা। দলের অন্যতম সেরা তারকা ইভান রাকিতিচ বিশ্বাস করেন কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ইতিহাস গড়বে বার্সেলোনা। এজন্য দলীয় সমর্থকদের পাশে থাকার আহ্বান জানান ক্রোট স্ট্রাইকার, ‘অন্য ম্যাচগুলোতে যেমন পারফরম্যান্স করেছি, সেটা করতে পারলে আমার বিশ্বাস আমরা পারব।

সর্বশেষ খবর