শিরোনাম
মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ঢাকা আবাহনীর সামনে ফেবারিট বেঙ্গালুরু

ম্যাচ শুরু সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা আবাহনীর সামনে ফেবারিট বেঙ্গালুরু

টানা দুই ম্যাচ হেরে বিপাকে পড়ে গেছে ঢাকা আবাহনী। এ অবস্থায় এএফসি কাপ ফুটবলে পরবর্তী রাউন্ডে খেলাটা তাদের অসম্ভবই হয়ে গেছে। অসম্ভবকে সম্ভব করতে হলে বাংলাদেশ চ্যাম্পিয়নদের জ্বলে উঠতে হবে। আগে দুই ম্যাচে ঘরের মাঠে মালদ্বীপ মার্জিয়া ২-০ ও কলকাতায় মোহনবাগানের বিপক্ষে প্রথমে এগিয়ে থেকেও ৩-১ গোলে হেরে যায়। আজ আবাহনী লড়বে টুর্নামেন্টে অন্যতম ফেবারিট বেঙ্গালুরু এএফসির বিপক্ষে। ভারতের অধিকাংশ তারকা ফুটবলারই এখন এই দলে খেলেন। সুনীল ছেত্রী অধিনায়ক। তারা বেঙ্গালুরু এমন একটা দল যারা ভারতের একমাত্র দল হিসেবে এএফসি কাপ ফাইনালে খেলেছে।

সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রী কান্তিয়ারা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। পরের মাঠের লড়াইয়ে আবাহনী কতটুকু সুবিধা করতে পারবে সেটাই প্রশ্ন। পেশাদার লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হলেও বেশ কজন নির্ভরযোগ্য ফুটবলার আবাহনীতে নেই। যাদের নৈপুণ্য মূলত লিগ জিতেছিল দুই বিদেশি লি টাক ও সানডে নেই। আছেন এমেকা ডার্লিংটন ও জোনাথন। সামাদ ইউসুফ মাঠে নামবেন কিনা তা গতকাল বিকাল পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। ঢাকা ছাড়ার আগে কোচ দ্রাগো মামিচ বলে যান, ‘বেঙ্গালুরু অবশ্যই শক্তিশালী প্রতিপক্ষ। তবে আমাদের চেষ্টা থাকবে সাধ্যমত ভালো করার। গত দুই ম্যাচে বেশকিছু ত্রুটি ছিল। আশা রাখি ছেলেরা গুছিয়ে খেলবে। বিশেষ করে রক্ষণভাগকে সতর্ক থাকতে হবে। বেঙ্গালুরু শক্তিশালী দল কোনো সন্দেহ নেই। তবে তাদের হারানো যাবেই না তা আমি বিশ্বাস করি না। ছেলেরা ভালো খেললে অবশ্যই জেতা সম্ভব।’ আজ হারলেই আবাহনীর পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা শেষ হয়ে যাবে।

সর্বশেষ খবর