মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

আশা ছাড়ছেন না নেইমার

ক্রীড়া ডেস্ক

আশা ছাড়ছেন না নেইমার

বার্সেলোনার হাতে কি জাদুর বাক্স আছে? কিংবা হুডিনি, ডেবিড কপারফিল্ড কিংবা জুয়েল আইচের মতো কি কোনো জাদুকর আছেন? যাদের জাদুতে মোহগ্রস্ত হয়ে পড়বে জুভেন্টাস? জাদুর বাক্স অথবা জাদুকর না থাকলেও ঘুরে দাঁড়ানোর ইতিহাস কিন্তু রয়েছে স্প্যানিশ জায়ান্টদের। রয়েছে নাক সমান পানিতে দাঁড়িয়ে লড়াই করে ইতিহাস গড়ার। সেই আত্মবিশ্বাসেই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছেন নেইমাররা। আগামীকাল বাংলাদেশ সময় মধ্যরাতে নিজ মাঠে আতিথিয়েতা দিবে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে। ফিরতি লেগের সেই ম্যাচে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন বার্সেলোনার তিন জাদুকরের একজন নেইমার। তাকে স্বপ্ন দেখার আত্মবিশ্বাসের রসদ জোগাচ্ছে প্যারিস সেন্ট জার্মেইনের বিপক্ষে সেরা ষোলোর ঐতিহাসিক সেই ম্যাচ।

সেরা ১৬ থেকেই ছিটকে যেতে বসেছিল বার্সেলোনা। প্রথম লেগে হেরেছিল ৪-০ গোলে। সেরা আটে খেলতে ফিরতি লেগে জিততে হতো ৫-০ গোলে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে যে রেকর্ড ছিল না আগে। ফলে বার্সেলোনার সমর্থকরা ধরেই নিয়েছিলেন ক্যাম্প ন্যুতে খেলা হলেও প্রিয় দলের বিদায় অনিবার্য। ভীত মন নিয়ে, দুরু দুরু বুকে খেলা দেখতে উপস্থিত হয়ে ইতিহাসের সাক্ষী হয়ে উঠেন সমর্থকরা। অবিশ্বাস্য, চোখ ধাঁধানো ফুটবল খেলে ৬-১ গোলের জয় তুলে বার্সেলোনা জায়গা নেয় কোয়ার্টার ফাইনালে। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে লিখে ফেলে নতুন এক ইতিহাস। কোয়ার্টার ফাইনালেও সেই একই ঘটনার তৈরি হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর