মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

জমে উঠেছে ইংলিশ লিগের লড়াই

ক্রীড়া ডেস্ক

একসময় চেলসির কোচ ছিলেন ‘স্পেশাল ওয়ান’ জোশে মরিনহো। ব্লুজদের শিরোপার স্বাদও দিয়েছেন তিনি। এখন মরিনহো ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ। তার দল ম্যান ইউ এবারের প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে বেশ পিছিয়ে। কিন্তু রবিবার অ্যান্টনিও কন্তের দল চেলসিকে ২-০ গোলে হারিয়ে জমিয়ে দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়। হারলেও অবশ্য চেলসিকে শীর্ষস্থান থেকে ছিটকে পড়তে হয়নি। কিন্তু দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে এসেছে ৪। ৩২ ম্যাচে চেলসির যেখানে পয়েন্ট ৭৫, সেখানে স্পারদের পয়েন্ট ৭১। অবশ্য তিন নম্বরে থাকা লিভারপুলের পয়েন্ট ৬৬, ম্যান সিটির পয়েন্ট ৬৪। ম্যান ইউর পয়েন্ট ৬০। এখনো খেলা বাকি আছে ৬টি করে। তাই বলাই যায়, জমেই উঠেছে শিরোপা দৌড়।

ম্যান ইউর সঙ্গে যদি না হারত, কিংবা জিতে যেত লা ব্লুজরা, তাহলে এক কিংবা দুই ম্যাচ আগেই শিরোপা উৎসবে মেতে উঠতে পারত কন্তে বাহিনী।

সর্বশেষ খবর