বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ম্যাজিক না বিদায়

ক্রীড়া ডেস্ক

ম্যাজিক না বিদায়

অনুশীলনে ব্যস্ত মেসি নেইমার ও সুয়ারেজ —এএফপি

ইংলিশ ক্লাব লিস্টারসিটি কি মহাকাব্য লিখেছে? রিয়াল মাদ্রিদকে হারিয়ে প্রতিশোধ নিয়ে কি শেষ চারে জায়গা নিতে পেরেছে বায়ার্ন মিউনিখ? লিস্টারসিটি মহাকাব্য লিখুক আর বায়ার্ন-রিয়ালের ম্যাচের ফল যাই হউক না কেন, আজ বাংলাদেশ সময় মধ্যরাতে কিন্তু আবারও নতুন ইতিহাস লিখতে মাঠে নামছে বার্সেলোনা। আরব্য রজনীর টান টান উত্তেজনায় ঠাসা গল্পগুলোর মতো নতুন গল্প লিখতে মাঠে নামবেন মেসি-নেইমার-সুয়ারেজ ত্রয়। প্রতিপক্ষ পাওলো দিবালা, গঞ্জালো হিগুয়েনদের দুর্বার জুভেন্টাস। ইতালিয়ান জায়ান্টদের হারালেই হবে না, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলতে হলে ম্যাচের ব্যবধান হতে হবে ন্যূনতম ৪-০ গোলের। সাদা চোখে যা ছোট্ট ডিঙিতে চড়ে উত্তাল আটলান্টিক পাড়ি দেওয়ারই নামান্তর! তারপরও আশাবাদী লোকের মতো আশায় ভাসছেন কোচ লুইস এনরিকে। স্বপ্ন দেখছেন দলের চালিকা শক্তি ‘এমএনএস’। স্বপ্ন দেখাচ্ছেন আরও একটি মহাকাব্য লেখার, আরও একটি মিরাকলের। একই দিন চ্যাম্পিয়ন্স লিগের অন্য কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে মোনাকো-বুরুশিয়া ডর্টমুন্ড। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পাত্তাই পায়নি বার্সেলোনা। জুভেন্টাসের মাঠ তুরিনে ৩-০ গোলে বিপর্যস্ত হয়েছিল কাতালানরা। ব্যবধান বড় হয়ে যাওয়ায় চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার পথে এক পা দিয়েই রেখেছে স্প্যানিশ ক্লাবটি। মেসিদের উড়িয়ে দিয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছে ইতালিয়ান জায়ান্টরা। তারপরও সেরা ১৬তে যে ম্যাজিক্যাল ফুটবল খেলেছিল বার্সেলোনা, সেটাই আত্মবিশ্বাস জোগাচ্ছে মেসিদের। প্যারিস সেন্ট জার্মেইনের কাছে ৪-০ গোলে হেরেছিল বার্সেলোনা। ঘরের মাঠে শুধু প্রতিশোধই নেয়নি, ৬-১ গোলের অবিশ্বাস্য জয় তুলে নতুন ইতিহাস লিখে ফেলেছে এনরিকের শিষ্যরা। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এমন ঘুরে দাঁড়ানোর নজির আর নেই। দ্বিতীয় লেগে এত বড় ব্যবধানে জেতার রেকর্ডও নেই। সেই অবিশ্বাস্য কাজটিই করেছিলেন মেসিরা। এবারও সেই কাজের কাজটা করতে চান বার্সার কোচ এনরিক, ‘ঘুরে দাঁড়ানোর রেকর্ড কিন্তু আমাদের আছে। জুভেন্টাস শক্তিশালী প্রতিপক্ষ। দারুণ ছন্দে রয়েছে দলটি। তারপরও আমরা জানি আমাদের কাজ কি? টিকে থাকতে হলে আমাদের জিততেই হবে এবং সেটার ব্যবধান কত হতে হবে, সেটা সবাই জানেন। আমরা শুধু অপেক্ষায় আছি। নিজেদের কাজটুকু করতে পারলে সমস্যা হওয়ার কথা নয়।’ মেসিরা যেমন ইতিহাস লেখার স্বপ্ন দেখছেন। তেমনি পাওলো দিবালারাও মুখিয়ে আছে সেমিফাইনালে খেলতে। সিরিএতে শেষ ম্যাচে পায়ে ব্যথা পাওয়ায় আজ না খেলার সুপ্ত একটি সম্ভাবনা রয়েছে দিবালার। যদি কোনো কারণে খেলতে না পারেন জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা তাহলে বেশ সুবিধাজনক অবস্থানেই থাকবে স্বাগতিক বার্সেলোনা।

সর্বশেষ খবর