বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সেনাবাহিনীর সঙ্গে মাশরাফির এক দিন

ক্রীড়া ডেস্ক

সেনাবাহিনীর সঙ্গে মাশরাফির এক দিন

খাগড়াছড়ি সেনানিবাসে সেনাসদস্যের সঙ্গে ওয়ানডে অধিনায়ক মাশরাফি

বৈশাখের ছুটিতে বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ঘুরতে গিয়েছিলেন রাঙামাটিতে। একই দিন তিনি খাগড়াছড়ি সেনানিবাসও ভ্রমণ করেন। সেই ভ্রমণে গিয়ে মাশরাফি নিজ চোখে দেখেছেন দেশ সেবার জন্য সেনাবাহিনী কি পরিশ্রমটাই না করেন। মাশরাফি সেই ভ্রমণ শেষে তার ফেসবুক পেজে সেনাবাহিনীদের উদ্দেশ্য করে বলেছেন আপনারা হলেন সেই সব মানুষ যারা দেশের জন্য কাজ করে যাচ্ছেন সব প্রতিকূলতা উপেক্ষা করে। আপনাদের বীরত্বগাথা হয়তো কখনো কোনো দৈনিক বা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়নি। কিন্তু স্বচক্ষে এসে যা দেখলাম তাতে আমি অভিভূত।

মাশরাফি তার ফেসবুকে উল্লেখ করেছেন এমন এক সৈনিকের সঙ্গে দেখা হয়েছে যিনি খুব শিগগিরই বাবা হতে চলেছেন। অথচ দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে তিনি আজ তার পরিবার থেকে বহু দূরে এই সেনা ক্যাম্পে অবস্থান করছেন। আমরাও পরিশ্রম করে ক্রিকেট খেলি, পরিবার ছাড়াই দেশের বাইরে যাই। কিন্তু আপনাদের ত্যাগের কাছে তা কিছুই নয়। আমার এই ভেবে খুব কষ্ট হয় যে আপনারা এবং আপনাদের আপনজনরা অত্যন্ত কষ্ট সহ্য করেন যেন আমরা নিরাপদে ঘুম থেকে উঠতে পারি। যেদিন আমাদের দেশের প্রতিটি নাগরিক একইভাবে দেশের জন্য আত্মনিয়োগ করতে প্রস্তুত হবে সেদিন আমরা পাব সমৃদ্ধির বাংলাদেশ। যদি কখনো বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে একদিনও কাজ করার সুযোগ পাই, আমি চির কৃতজ্ঞ থাকব।

সর্বশেষ খবর