বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

নিজেকে মেসি ভাবছেন না দিবালা

ক্রীড়া ডেস্ক

নিজেকে মেসি ভাবছেন না দিবালা

পাওলো দিবালাকে নিয়ে এখন মাতোয়ারা ফুটবলবিশ্ব। জুভেন্টাসের এই আর্জেন্টাইন তারকাকে এখনই অনেকে ভবিষ্যতের লিওনেল মেসি বলছেন। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সেলোনাকে ৩-০ গোলে বিধ্বস্ত করার ম্যাচের নায়ক দিবালা জোড়া গোল করেছিলেন। এরপর থেকেই দিবালাকে নিয়ে মাতামাতি ফুটবলবিশ্বে। অনেকেই তুলনা করছেন মেসির সঙ্গে। কিন্তু দিবালা সেটা মানতে নারাজ। জুভেন্টাস তারকার মতে, পাঁচবারের বিশ্বসেরা মেসি অসাধারণ ফুটবলার। তার তুলনা শুধু ম্যারাডোনার সঙ্গেই হতে পারে। আজ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বের খেলা। দিবালার খেলা নিয়ে সংশয় আছে। ২৩ বছর বয়সী দিবালা যদি না খেলেন, তাহলে ইতিহাস গড়ার পথে বেশ সুবিধাজনক অবস্থানে থাকবে বার্সেলোনা। ম্যাচের আগে মেসির সঙ্গে তুলনা নিয়ে মিডিয়াকে জুভেন্টাস এ তারকা বলেন, ‘আমাকে মেসির সঙ্গে তুলনা করায় আমি ক্ষিপ্ত নই। কিন্তু মনে রাখতে হবে ম্যারাডোনা কিন্তু একজনই। আমি মনে করি মেসি অসাধারণ ফুটবলার। তবে ম্যারাডোনার সঙ্গে তারও একটি ফারাক রয়েছে।’ মেসির সঙ্গে আর্জেন্টিনা জাতীয় দলে খেলছেন দিবালা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তার সঙ্গে অনেক কিছু করতে চাই এবং জিততে চাই। আমরা দুজনই আর্জেন্টাইন। দুজনেই একসঙ্গে খেলাটাকে উপভোগ করি।’ আর্জেন্টিনার পক্ষে বিশ্বকাপ খেলতে মরিয়া দিবালা, ‘আর্জেন্টিনাকে ছাড়া বিশ্বকাপ ভাবাই যায় না। আমরা মরিয়া বিশ্বকাপ খেলতে।’

সর্বশেষ খবর