বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ছয়ে উঠলো আর্সেনাল

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের সেরা ১৬ থেকে বিদায় নেয় আর্সেনাল। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ চারে থাকতে হবে। পয়েন্ট টেবিলে পাঁচ নম্বর দলের খেলার সম্ভাবনা থাকবে, তবে বাছাইপর্ব খেলতে হবে। তাই মরিয়া আর্সেনাল। পরশু রাতে মিডলসবোরোকে তাদের মাটিতে হারিয়েছে ২-১ গোলে। এই জয়ে গানাররা পয়েন্ট টেবিলের ৬-এ উঠে এসেছে। দলটির পয়েন্ট ৩২ ম্যাচে ৫৭। সম সংখ্যক ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে চেলসি। ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে টটেনহ্যাম হটস্পার, তিনে লিভারপুলের পয়েন্ট ৬৬।

 ম্যান সিটি ৬৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে। তবে ম্যান সিটি একটি ম্যাচ বেশি খেলেছে। পাঁচ নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৬০। খেলায় ৪২ মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। সানচেজের দুর্দান্ত ফ্রি কিকে এগিয়ে যায় আর্সেনাল। চলতি লিগে চিলিয়ান স্ট্রাইকারের এটা ১৯ নম্বর গোল। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফিরে স্বাগতিক মিডলসবোরো। ৫১ মিনিটে কাউন্টার অ্যাটাকে ১-১ গোল করেন আলভারো নেগ্রেদো। ৭১ মিনিটে জয়সূচক গোলটি করেন অ্যারন রামজি। সানচেজের বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে চকিত ভলিতে গোল করেন রামজি (২-১)। ৯ বছর পর মিডলসবোরোর মাঠে জয় পেল আর্সেনাল।       

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর