বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

হারের বৃত্তেই বন্দী আবাহনী

ক্রীড়া প্রতিবেদক

হারের বৃত্তেই বন্দী আবাহনী

হারের বৃত্তে বন্দী ঢাকা আবাহনী। পেশাদার ফুটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু কয়েক মাসের ব্যবধানে দলের রুগ্ন চেহারা। এএফসি কাপে আবাহনীকে চেনাই যাচ্ছে না। গ্রুপ পর্বের প্রথম লড়াইয়ে ঘরের মাঠে হেরে যায় মালদ্বীপ মার্জিয়ার কাছে। কলকাতায় এগিয়ে থাকলেও হার ঠেকাতে পারেনি। মোহনবাগানের কাছে ৩-১ গোলে বিধ্বস্ত হয়। তবু পরবর্তী রাউন্ডে যাওয়ার কিঞ্চিত সম্ভাবনা ছিল। তাও শেষ হয়ে গেল।

অ্যাওয়ে ম্যাচে গতকাল বেঙ্গালুরুর শ্রী কান্তিয়ারা স্টেডিয়ামে হেরে যায় বেঙ্গালুরু এএফসির কাছে। দলের বেশ কজন নির্ভরযোগ্য খেলোয়াড় বের হয়ে যাওয়ায় আবাহনীর চেহারা যেন ভাঙা হাটের মতো। তারপরও দলটি আবাহনী বলে ফুটবলপ্রেমীদের আশা ছিল কাউকে ছেড়ে কথা বলবে না। কিন্তু এতটা দুর্বল দল নিয়ে শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে কি পারা যায়? তাই এএফসি কাপে আবাহনীর হার যেন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। বেঙ্গালুরুর কাছে ২-০  গোলে হেরে পরাজয়ের হ্যাটট্রিক পূরণ করল দেশসেরা দলটি। এখন দ্বিতীয় লেগে তিন ম্যাচও জিতলে আবাহনীর কোনো লাভ হবে না।

আসলে ঘরোয়া ফুটবলে যতই সাফল্য পাক না কেন, আন্তর্জাতিক ক্লাব কাপে শুধু ব্যর্থতার পথেই হাঁটছে। শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্টে দুইবারই গ্রুপপর্ব খেলে বিদায় নিয়েছে। ৮০ দশকে এশিয়া ক্লাব কাপ বা এখন এএফসি কাপে কখনও বাছাইপর্ব পেরুতে পারেনি। কাল  বেঙ্গালুরুর বিপক্ষে গোল খাবে না এমন প্রতিজ্ঞা করেই মাঠে নেমেছিল। কিন্তু প্রতিপক্ষের আক্রমণ সামলানো যায়নি। আবাহনীও আক্রমণ চালিয়েছিল কিন্তু ডি-বক্সে শট নেওয়া পর্যন্তই। পরিকল্পনার অভাবে সব এলোমেলো হয়ে যায়।

সর্বশেষ খবর