শিরোনাম
বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

শেখ জামালের সামনে দোলেশ্বর

ক্রীড়া প্রতিবেদক

শেখ জামালের সামনে দোলেশ্বর

ঢাকা প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডের খেলা শুরু আজ। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ৪ নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাব মুখোমুখি হবে প্রাইম দোলেশ্বরের। বিকেএসপির ৩ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জ খেলবে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিরুদ্ধে। দিনের অন্য খেলায় ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি হবে আবাহনী ও ব্রাদার্স ইউনিয়ন।  ব্যাটিং স্বর্গ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ৪ নম্বর মাঠ। একদিন আগেই যেখানে তামিম ইকবাল খেলেছেন ১৫৭ রানের মারকাটারি ইনিংস। তার আগে লিজেন্ডস অব রূপগঞ্জের দুই ব্যাটসম্যান নাঈম ও মুশফিক সেঞ্চুরি করেছেন। সেই ভেন্যুতেই আজ খেলতে নামছে শেখ জামাল। অবশ্য দ্বিতীয় রাউন্ডের ম্যাচও একই ভেন্যুতে খেলেছে ধানমন্ডির দলটি। হেরে গিয়েছে মুশফিক-মাশরাফির রূপগঞ্জের বিরুদ্ধে। তবে আজ জয়ের জন্যই মাঠে নামছে তারা। তবে প্রতিপক্ষ শক্তিশালী প্রাইম দোলেশ্বর। আগের আসরের রানার্সআপ, এবারও দারুণ খেলছে ফরহাদ রেজার দলটি। প্রথম দুই ম্যাচেই বড় ব্যবধানে পারটেক্স ও ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে শেখ জামাল জয় পেলেও দ্বিতীয় ম্যাচেই হেরে যায়। তবে আজ জয়ের জন্য মরিয়া দলটি। ব্যাটিংয়ে শেখ জামালের ভরসা ইমরুল কায়েস ও নুরুল হাসান সোহান। যদিও প্রথম দুই রাউন্ডে জাতীয় দলের তারকা ইমরুল ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। দুই ম্যাচ মিলে তার রানের যোগফল মাত্র ১৫! তবে এ ম্যাচে বড় ইনিংস খেলার জন্য মুখিয়ে রয়েছেন। আর নুরুল হাসান প্রথম ম্যাচেই বড় ইনিংস খেলেছেন।  বোলিং শেখ জামালের ভরসা অধিনায়ক আবদুর রাজ্জার রাজ। তা ছাড়া সোহাগ গাজীও রয়েছে দলে। আর পেস বোলিংয়ে নেতৃত্ব দেবেন শাহাদত হোসেন।  প্রাইম দোলেশ্বরও ছেড়ে কথা বলবে না। কেননা দলটিতে বড় তারকা না থাকলেও বেশ ভারসাম্যপূর্ণ। ব্যাটিংয়ে ওপেন করেন ঘরোয়া লিগের দুই রান মেশিন ইমতিয়াজ হোসেন ও আবদুল মজিদ। এছাড়া শাহরিয়ার নাফিস ও মার্শাল আইয়ুব তো রয়েছেনই। বল হাতে ভয়ঙ্কর হয়ে উঠেছেন আরাফাত সানি। দুই ম্যাচেই নিয়েছেন ৯ উইকেট। প্রথম ম্যাচে পারটেক্সের বিরুদ্ধে ৫টি এবং দ্বিতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে ৪টি। বর্তমান আবাহনীর সামনে আজ তুলনামূলক সহজ প্রতিপক্ষ। প্রথম দুই ম্যাচে খেলাঘর ও পারটেক্সের বিরুদ্ধে হেসেখেলে জিতেছে মাহমুদুল্লাহ রিয়াদের দল। আজ ব্রাদার্সের বিরুদ্ধে জয়ের জন্য মাঠে নামছে।  হাড্ডাহাড্ডি লড়াই হবে লিজেন্ডস অব রূপগঞ্জ ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের মধ্যকার ম্যাচেই। শক্তির বিচারে দুই দলই সমানে সমান। যদিও মাশরাফি ও মুশফিক থাকায় অভিজ্ঞতার পাল্লাটা ঝুঁকে পড়ছে রূপগঞ্জের দিকেই। তা ছাড়া ফর্মের তুঙ্গে থাকা নাঈম ইসলাম রয়েছেন দলে। তবে নাসির হোসেনের নেতৃত্বে গড়া গাজী গ্রুপের দলটাও ভয়ঙ্কর। দলের প্রধান ভরসা অধিনায়ক নিজেই। নাসির প্রথম ম্যাচে হার না মানা সেঞ্চুরির পর দ্বিতীয় ম্যাচেও খেলেছেন অপরাজিত ৪১ রানের ইনিংস।

সর্বশেষ খবর