বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ড্র করে শেষ চারে অ্যাথলেটিকো

ক্রীড়া প্রতিবেদক

ড্র করে শেষ চারে অ্যাথলেটিকো

চ্যাম্পিয়ন্স লিগে বিদায় নেওয়া লিস্টার সিটির অধিনায়ক ভার্ডিকে সান্ত্বনা দিচ্ছেন অ্যাথলেটিকোর ফুটবলাররা —এএফপি

প্রত্যাশা অনুযায়ী উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেনের অ্যাথলেটিকো মাদ্রিদ। কিন্তু লিস্টারসিটির পারফরম্যান্সকে খাটো করে দেখার উপায় নেই। ঘরের মাঠে প্রথম লেগে লড়াই করে হেরেছিল চ্যাম্পিয়নরা। অবশ্য এবার তাদের অবস্থান সুখকর নয়। তবে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে উঠে ঠিকই চমকে দিয়েছিল। যাক বেশি দূর যেতে পারেনি। শেষ আটেই শেষ হয়ে গেল তাদের দৌড়। অ্যাথলেটিকোর মাঠে জয়ের জন্য মরিয়া হয়ে লড়েছে লিস্টার। কিন্তু তা আর সম্ভব হয়নি। প্রথমার্ধে  সোল নিওয়েজের গোলে এগিয়ে যায় অ্যাথলেটিকো। রক্ষণভাগের ভুলেই পিছিয়ে পড়ে লিস্টার। দ্বিতীয়ার্ধে সমান তালে ম্যাচ হয়েছে। একবার অ্যাথলেটিকো। আরেকবার লিস্টারের আক্রমণ।

৬১ মিনিটে সমতাও ফেরান ভার্ডি। কিন্তু শেষটা আর মধুর হয়নি। ১-১ গোলে ড্র করে ইউরোপ সেরা মিশন শেষ করল ইংলিশরা। প্রথম লেগেও কপাল দোষে হেরে যায় লিস্টার। আতোয়ান গ্রিজম্যান পেনাল্টি গোলে জয় পেয়ে অ্যাথলেটিকো। এখন সেমিফাইনালে প্রতিপক্ষের জন্য আপেক্ষা করতে হবে অ্যাথলেটিকোকে। দেখা যাক অ্যাথলেটিকো এবার স্বপ্নের ট্রফি ঘরে তুলতে পারে কিনা। অ্যাথলেটিকোর কোচ আশা করছেন সেমিফাইনালেও তার দল জয় পাবে। তবে লিস্টারের ভূয়সী প্রশংসা করেন তিনি। ‘ওরা কোয়ার্টার ফাইনালে দুই ম্যাচই ভালো খেলেছে। ম্যাচ জিততে যে ভাগ্য লাগে তা আমি টের পেয়েছি। বিশেষ করে ওদের মাঠে লিস্টার যে খেলাটা খেলেছিল তাতে আমরা হেরেও যেতে পারতাম। আমাদের মাঠেও তারা সমানভাবে লড়েছে। আমাদের ভাগ্য বলতে হয়। দ্বিতীয়ার্ধে তারা বেশ   কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি।’

সর্বশেষ খবর