বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশের দল ঘোষণা আজ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের দল ঘোষণা আজ

কোনো সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা মানেই নতুন মুখ! এটা যেন অনেকটা নিয়মিত ব্যাপার হয়ে গেছে। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে বাংলাদেশ। তার আগে আয়ারল্যান্ডে তিন জাতি ওয়ানডে সিরিজ। এই সিরিজের জন্য আজ দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবারও কি তবে অভিষেক হতে যাচ্ছে কারও? না এবার আর নতুন মুখের সম্ভাবনা নেই। পুরনোদের ওপরই আস্থা রাখছে বোর্ড— এমনটাই জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। গতকাল মিডিয়াকে তিনি বলেন, ‘আমাদের ওয়ানডে দলটা তো প্রস্তুতই। খুব বেশি পরিবর্তন আনার দরকার নেই। কম্বিনেশন তো মোটামুটি করাই আছে। ওয়ানডেতে ভালো খেলার কারণে আমাদের দলটা গোছানোই আছে। নতুন মুখের খুব বেশি সম্ভাবনা নেই। ইংল্যান্ডের মতো জায়গায় খেলা, সুতরাং অভিজ্ঞতাই বেশি গুরুত্বপূর্ণ।’ স্কোয়াডে জায়গা পাচ্ছেন নাসির হোসেন। তবে জায়গা হারাতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ। ঘরোয়া লিগে রানের মধ্যেই আছেন নাসির। প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করেছেন। দ্বিতীয় ম্যাচে খেলেছেন হার না মানা  রানের ইনিংস। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ইংল্যান্ড ছাড়াও আছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দল। প্রথম ম্যাচের মতো দ্বিতীয়ও ম্যাচও খেলবে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ জুন। ৯ জুন কার্ডিফে প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

আয়ারল্যান্ডে চারটির মতো ম্যাচ খেলার পর ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে বাংলাদেশ। সেখানেই পাকিস্তান ও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অংশ নেবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর