বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

আবারও নিষিদ্ধ জিমি!

ক্রীড়া প্রতিবেদক

আবারও নিষিদ্ধ জিমি!

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাসেল মাহমুদ জিমিকে শোকজ করেছিল ফেডারেশন। ঠিক সময় নোটিসের জবাবও দিয়েছিলেন জিমি। প্রতিটি অভিযোগই প্রায় অস্বীকার করেছিলেন জাতীয় দলের অধিনায়ক। কিন্তু তা মানতে পারেনি মাহবুব এহসান রানা, কাজী আবু জাফর তপন, মামুনুর রশীদ ও রফিকুল ইসলাম কামালকে নিয়ে গড়া চার সদস্যবিশিষ্ট কমিটি। কারণ, জিমি যে শৃঙ্খলা ভেঙেছেন তার সব প্রমাণ তাদের কাছে ছিল। ৮ এপ্রিল জিমি সরাসরি কমিটির মুখোমুখি হন। শৃঙ্খলাভঙ্গের প্রমাণ থাকার পরও শাস্তি কী হতে পারে, তা ঠিক করতে রিপোর্ট তৈরিতে দেরি হয় কমিটির। গতকাল সেই রিপোর্ট সম্পন্ন করে হকি ফেডারেশনের কাছে জমা দেওয়া হয়েছে। কমিটির অন্যতম সদস্য তপন তা স্বীকার করেছেন। কিন্তু রিপোর্টে জিমির বিরুদ্ধে কী সুপারিশ করা হয়েছে তা তিনি জানাননি। তবে ফেডারেশন সূত্রে জানা গেছে, জিমিকে দুই বছরের জন্য নিষিদ্ধের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে জার্মান কোচ অলিভার কার্টেচকে শোকজ দেওয়ার সুপারিশও রাখা হয়। এই রিপোর্ট নিয়ে ওয়ার্কিং কমিটি সভা করবে। তারপর নির্বাহী কমিটির সদস্যদের মতামত নিয়ে চূড়ান্ত করা হবে জিমিকে নিষিদ্ধ করার ব্যাপারটি। কোচের বিষয়টিও নির্বাহী কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। ২০১৫ সালেও শৃঙ্খলা ভাঙার অপরাধে জিমি নিষিদ্ধ হন। পরে ভবিষ্যতে শৃঙ্খলা ভাঙবেন না বলে লিখিতভাবে অঙ্গীকার করলে জিমির শাস্তি প্রত্যাহার করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর