রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

মুস্তাফিজ বিহীন হায়দরাবাদের হার

ক্রীড়া প্রতিবেদক

রাইজিং পুনে সুপার জায়ান্টের বিরুদ্ধে ম্যাচেও একাদশে জায়গা পাননি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সান রাইজার্স হায়দরাবাদও জিততে পারেনি। কাল বোলিং ব্যর্থতার কারণেই হারতে হয়েছে হায়দরাবাদকে। গতকাল প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৭৬ রান করে সান রাইজার্স। ১৭৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ বলে জিতে যায় সুপার জায়ান্ট। অসাধারণ ব্যাটিং করেছেন মহেন্দ্র সিং ধোনি। ৩৪ বলে খেলেছেন ৬১ বলের অপরাজিত ইনিংস। মারকুটে এই ইনিংসের জন্য ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন ভারতীয় দলের সাবেক এই অধিনায়ক।

 হায়দরাবাদের রশিদ খান ছাড়া আর কোনো বোলারই সুবিধা করতে পারেননি। আফগান এই তারকা স্পিনার ৪ ওভারে ১৭ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। বাকি বোলাররা যেন রান দেওয়ার প্রতিযোগিতায় নেমেছিলেন। বোলারদের ব্যর্থতার কারণেই হারতে হলো। অথচ এ ম্যাচেই মাঠে নামানো হয়নি কাটার মাস্টারকে। ম্যাচের এমন পরিস্থিতিতে মুস্তাফিজের বোলিং খুব কার্যকর। কিন্তু প্রথম ম্যাচে সুবিধা করতে না পারায় কাটার মাস্টারকে বসিয়ে রাখা হচ্ছে। গতকাল অবশ্য মুস্তাফিজকে একাদশে না নেওয়ার মাশুলও দিতে হলো হায়দরাবাদকে!

সর্বশেষ খবর