রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

শেষ দিনে চমকের অপেক্ষা

ক্রীড়া প্রতিবেদক

জাপানের প্যানাসনিক ওপেন গলফের তৃতীয় রাউন্ড শেষে ৩৭তম অবস্থানে রয়েছেন বাংলাদেশের তারকা গলফার সিদ্দিকুর রহমান। শেষ দিনে এখন চমকের অপেক্ষা। তৃতীয় রাউন্ডে পারের চেয়ে দুই শট কম খেলেছেন। সব মিলেও ‘দুই আন্ডার পার’ খেলে যৌথভাবে ৩৭তম অবস্থানে রয়েছেন। প্রথম রাউন্ডে পারের চেয়ে এক শট বেশি খেলেছিলেন সিদ্দিকুর। কিন্তু দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলে, দুই রাউন্ডে মিলে পারের সমান শট খেলায় ‘কাট’ নিশ্চিত করেন। দ্বিতীয় রাউন্ড শেষে দেশসেরা গলফার যৌথভাবে ৪৬তম অবস্থানে ছিলেন। গতকাল ৯ ধাপ এগিয়েছেন। তৃতীয় রাউন্ড শেষে ‘১০ আন্ডার পার’ খেলে শীর্ষে রয়েছেন জাপানের গলফার জাংগন হাং। যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন জাপানের মিকামু হরিকায়া, হিরোশি আয়াতা ও থাইল্যান্ডের প্রায়াদ মার্কেসেং। জাপানের এই গলফ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন বিশ্বের তারকা গলফাররা।

 এমন টুর্নামেন্টে ‘কাট’ পাওয়াই অনেক বড় ঘটনা। ভারতের তারকা গলফারদের মধ্যে মাত্র তিনজন ‘কাট’ পেয়েছেন। তাদের মধ্যে গগনজিৎ ও চৌরাশিয়ার মতো তারকা রয়েছেন ৫৮ ও ৬০তম অবস্থানে। ভারতের আরেক গলফার অর্জুন রয়েছেন ১০ম স্থানে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর